1. admin@khoborakhobor.com : খবরাখবর :
৯৭ রানে হেরে বাংলাদেশের হোয়াইটওয়াশের স্বপ্নভঙ্গ - খবরাখবর
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০২:২৩ পূর্বাহ্ন

৯৭ রানে হেরে বাংলাদেশের হোয়াইটওয়াশের স্বপ্নভঙ্গ

  • Update Time : শুক্রবার, ২৮ মে, ২০২১
১৮৯ রানে অলআউট বাংলাদেশ
১৮৯ রানে অলআউট বাংলাদেশ

অধরাই থেকে গেল হোয়াইট ওয়াশের স্বপ্ন। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ২৮৭ রানের লক্ষ্যে মাঠে নেমে ১৮৯ রানে অলআউট হয়ে গেল বাংলাদেশ। ফলে ৯৭ রানের জয় পেল শ্রীলঙ্কা। বাংলাদেশকে অলআউট করতে শ্রীলঙ্কাকে বল করতে হয়েছে ৪২.৩ বল।

খেলার শুরুতে দ্বিতীয় ওভারে দুশমন্থ চামিরার প্রথম বলে কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়ে উইকেট পতন হয় মোহাম্মদ নাঈমের। এরপর দলীয় ৯ রানে চতুর্থ ওভারে আবারও উইকেট হারাতে হলো টাইগারদের।

এ দিন ওয়ান ডাউনে মাঠে নেমে ব্যর্থতার পরিচয় দিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সাত বলে ব্যক্তিগত মাত্র ৪ রানে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরেছেন তিনি। এরপর দশম ওভারের দ্বিতীয় বলটাতে তামিম আউট হয়েছেন ২৯ বলে ১৭ রান করে। সতীর্থদের ব্যর্থতার দিনে আগের দুই ম্যাচে ভালো খেলা মুশফিকের ব্যটে আশা জাগালেও ২৪তম ওভারে রমেশ মেন্ডিসের বলে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি। এ দিন ৫৪ বলে ২৮ রানের ইনিংস খেলেন উইকেটকিপার ব্যাটসম্যান। এরপর আশা জাগিয়ে সাঝঘরে ফেরেন মোসাদ্দেক হোসেন সৈকতও। ৭১ বলে ৫১ রান করে রমেশ মেন্ডিসের বলে ক্যাচ তুলে আউট হন তিনি। ঠিক সৈকতের পথেই পা বাড়ান আফিফ হোসেন। ৩৮তম ওভারের দ্বিতীয় বলে ভানিন্দু হাসারাঙ্গার বলে ক্যাচ তুলে আউট হন তিনি। অফিফের সংগ্রহ ১৭ বলে ১৬ রান। মেহেদী হাসান মিরাজকে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু তারপরও ব্যর্থ।

এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুক্রবার দুপুর ১টায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান কুশল পেরেরার সেঞ্চুরি এবং শেষ দিকে ধনঞ্জয়া ডি সিলভার হাফ সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ২৮৬ রানে সংগ্রহ দাঁড় করিয়েছে শ্রীলঙ্কা।

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার শ্রীলঙ্কাকে ধবলধোলাইয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: কুশল পেরেরা (অধিনায়ক), ধানুশকা গুনাথিলাকা, পাথুম নিসানকা, কুশল মেন্ডিস, নিরোশান ডিকভেলা, ধনাঞ্জয়া ডি সিলভা, ভানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, বিনুরা ফার্নান্দো, দুশমন্থ চামিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team