1. admin@khoborakhobor.com : খবরাখবর :
৫৬টি পৌরসভায় আওয়ামীলীগরে প্রার্থী চুড়ান্ত।। বাঘারপাড়ায় কামরুজ্জামান - খবরাখবর
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০১:৪০ অপরাহ্ন

৫৬টি পৌরসভায় আওয়ামীলীগরে প্রার্থী চুড়ান্ত।। বাঘারপাড়ায় কামরুজ্জামান

  • Update Time : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
কামরুজ্জামান বাচ্চু
কামরুজ্জামান বাচ্চু

খবরাখবর ডেস্কঃ চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভা নির্বাচনে মেয়র মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। যশোরের বাঘারপাড়া পৌরসভায় মনোনয়ন পেলেন কামরুজ্জামান বাচ্চু। আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনে এসব প্রার্থী নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বুধবার দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার জনপ্রতিনিধি নির্বাচন বোর্ডের দীর্ঘ বৈঠকে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।

বৈঠকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, ড. আবদুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

জানতে চাইলে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য এবং প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান বুধবার রাতে যুগান্তরকে বলেন, আগে যারা বিদ্রোহী ছিলেন এবারও আমরা তাদের মনোনয়ন দেইনি। যাদের বিরুদ্ধে অভিযোগ নেই, দলের সঙ্গে ভালো সম্পর্ক এবং বিশেষ করে করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাদের দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। বেশ কয়েকজন নারীকে এবার দলীয় প্রার্থী করা হয়েছে। অভিযোগের কারণে আগের বেশ কয়েকজন মেয়রকে এবার আর মনোনয়ন দেয়া হয়নি।

এদিকে যশোরের বাঘারপাড়া পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো নৌকার প্রতীক পেয়েছেন পৌর আওয়ামী লীগের আহবায়ক ও বর্তমান মেয়র কামরুজ্জামান বাচ্চু। এর আগে ২০১৫ সালে পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হয়েছিলেন তিনি।

কামরুজ্জামান বাচ্চু ছাত্র জীবন থেকে রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৯২ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভূগোল বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। এরপর পড়াশুনা শেষ করে তিনি নাড়ির টানে নিজ মাতৃভূমি বাঘারপাড়ায় ফিরে আসেন। এ সময় বিএনপি-জামাত বিরোধী অন্দেলনে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। যে কারণে নব্বই দশকের মাঝামাঝি সময়ে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হন। এ পদে তিনি তিন বছর দায়িত্ব পালন করেন। এরপর জড়িয়ে পড়েন আওয়ামী লীগের রাজনীতিতে।

২০১৫ সাল থেকে কামরুজ্জামান বাচ্চু বাঘারপাড়া পৌর আওয়ামী লীগের আহবায়ক নির্বাচিত হন। বর্তমানে তিনি এই পদে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team