বেনাপোল কাস্টমস হাউসে সূত্রে জানা যায়, আজ শুক্রবার বিকেলে গোপন সংবাদ ভিতিত্তে ভারতীয় এক পাসপোর্ট যাত্রীর লাগেজ তল্লাশি করে উন্নতমানের ২৫০০০ (পচিশ হাজার) চুরুট আটক করা হয়েছে।
ভারতীয় ঐ যাত্রীর লাগেজ তল্লাশি পরবর্তী স্কানিং করে নিশ্চিত হওয়ার পর এসব চুরুট আটক করা হয়। আটক চুরুটের মুল্য ৭ লাখ টাকা বলে কাস্টমস সুত্র জানান। তবে ভারতীয় পাসপোর্ট যাত্রী বিধায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।
আটক চুরুট বেনাপোল কাস্টমস গুদামে জমা দেয়া হয়। এ বিষয়ে একটি বিভাগীয় মামলা করা হয়েছে। এই প্রথম ভারতগামী যাত্রীর কাছ থেকে চরুট আটক করা হলো।