1. admin@khoborakhobor.com : খবরাখবর :
সমিতির নামে ৩০ কোটি টাকা আত্মসাত, ফেরতের দাবিতে বিক্ষোভ, মালিক আটক - খবরাখবর
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৮:২৫ পূর্বাহ্ন

সমিতির নামে ৩০ কোটি টাকা আত্মসাত, ফেরতের দাবিতে বিক্ষোভ, মালিক আটক

  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
সমিতির নামে ৩০ কোটি টাকা আত্মসাত, ফেরতের দাবিতে বিক্ষোভ
সমিতির নামে ৩০ কোটি টাকা আত্মসাত, ফেরতের দাবিতে বিক্ষোভ

রাজধানীতে সমবায় সমিতির নামে পাঁচ হাজার গ্রাহকের প্রায় ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মালিককে আটক করেছে পুলিশ। পাওনা টাকা আদায়ের দাবি নিয়ে রামপুরা থানার সামনে অবস্থান নিয়েছে হাজারো মানুষ।

বুধবার (১১ মে) সকালে বনশ্রীর মেরাদিয়া বাজার এলাকায় রাস্তা অবরোধ করে টাকা আদায়ের জন্য রামপুরা থানার সামনে অবস্থান নেন শত শত ভুক্তভোগীরা।

গ্রিন বার্ড মাল্টিপারপাস কো-অপারেটিভ নামের কথিত একটি সমবায় সমিতির বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। খিলগাওয়ের এ প্রতিষ্ঠানটির মালিক আলাউদ্দিন হোসেনকে আটক করেছে পুলিশ।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সকাল থেকে ভুক্তভোগীরা পাওনা টাকার জন্য আন্দোলন করেন। এরপর তারা থানার সামনে এসে বৃষ্টির মধ্যেই আন্দোলন শুরু করেন। বিকেল ৩টার দিকেও ৫০০’র বেশি ভুক্তভোগীকে থানার সামনে দেখা গেছে।

তিনি আরও বলেন, সমিতির অভিযুক্ত মালিক আলাউদ্দিন হোসেনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ নিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলা হয়েছে। তবে তারা মামলা করতে রাজি হয়নি।

অধিক মুনাফার আশায় অনেক নিম্ন আয়ের মানুষ এই সমিতিতে টাকা জমা রাখেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা না হওয়ায় সমিতির মালিক আলাউদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারছে না পুলিশ।

ভুক্তভোগীদের অভিযোগ, অতিরিক্ত মুনাফার লোভ দেখিয়ে বছরের পর বছর টাকা হাতিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি। টাকা ফেরতের দাবিতে গতকাল মঙ্গলবার রাতভর রামপুরা থানার সামনে অবস্থান নেয় কয়েকশ গ্রাহক। অপেক্ষাকৃত নিম্নবিত্তরা এ সমিতিতে টাকা জমা রেখেছিলেন।

ভুক্তভোগীরা জানান, সম্প্রতি মালিক আলাউদ্দিন ঘোষণা দিয়েছেন, তিনি আর তাদের জমানো টাকা ফেরত দিতে পারবেন না। এরপরই তারা (গ্রাহকরা) অভিযোগ নিয়ে থানার সামনে জড়ো হতে থাকেন।

ভুক্তভোগীদের অধিকাংশই গার্মেন্টসকর্মী, তৃতীয় লিঙ্গ ও রিকশাচালকসহ নিম্নবিত্ত শ্রেণির মানুষ।
তবে এ ঘটনায় ১০ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পুলিশ ও ভুক্তভোগীরা রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team