1. admin@khoborakhobor.com : খবরাখবর :
এক রোগীর শরীর থেকে ১৫৬টি কিডনির পাথর অপসারণ - খবরাখবর
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০১:৫৩ অপরাহ্ন

এক রোগীর শরীর থেকে ১৫৬টি কিডনির পাথর অপসারণ

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
এক রোগীর শরীর থেকে ১৫৬টি কিডনির পাথর অপসারণ
এক রোগীর শরীর থেকে ১৫৬টি কিডনির পাথর অপসারণ

পঞ্চাশ বছর বয়সী এক রোগীর দেহ থেকে রেকর্ড সংখ্যক ১৫৬টি কিডনি পাথর অপসারণ করেছেন ভারতের হায়দরাবাদের একটি বিখ্যাত হাসপাতালের চিকিৎসকরা। চিকিৎসকরা গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারের বদলে কিডনির পাথর অপসারণে ল্যাপারোস্কপি ও এন্ডোসকপি ব্যবহার করেছেন। এমনটাই ঘোষণা করেছেন চিকিৎসকরা।

ল্যাপারোস্কপি ও এন্ডোসকপি পদ্ধতি ব্যবহার করে এটি ভারতের এক রোগীর দেহ থেকে কিডনির পাথর অপসারণের রেকর্ড। এসব পাথর অপসারণে প্রায় তিন ঘণ্টা সময় লাগে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, বাসাবারাজ মাদিওয়ালার নামের রোগী এখন সুস্থ এবং নিয়মিত রুটিনে ফিরে গেছেন। তাকে প্রীতি ইউরোলজি অ্যান্ড কিডনি হাপসাতালে ভর্তি করা হয়েছিল। পরীক্ষায় তার দেহে বিপুল সংখ্যক কিডনি পাথরের উপস্থিতি শনাক্ত হয়।

চিকিৎসকরা জানান, রোগীর অ্যাক্টোপিক কিডনিও ছিল, কারণ এটি মূত্রনালীর স্বাভাবিক অবস্থানের পরিবর্তে তার পেটের কাছে অবস্থিত ছিল। স্বাভাবিক স্থানে কিডনি না থাকলেও তা সমস্যা ছিল না। কিন্তু কিডনির পাথর অস্বাভাবিক স্থানে থাকায় সেগুলো অপসারণ করা ছিল জটিল কাজ।

হাসপাতালের পরিচালক ও ইউরোলজিস্ট ডা. ভি চন্দ্র মোহন বলেন, দুই বছর ধরে হয়ত রোগীর দেহে এসব কিডনির পাথর তৈরি হচ্ছিল। কিন্তু অতীতে তার কখনও কোনও উপসর্গ দেখা দেয়নি। একদিন হুট করে ব্যথার কারণে তাকে সব প্রয়োজনীয় পরীক্ষঅ করতে হয়। এতে কিডনিতে পাথরের উপস্থিতি ধরা পড়ে।

তিনি আরও বলেন, রোগীর স্বাস্থ্য পর্যালোচনার পর আমরা বড় অস্ত্রোপচারের বদলে পাথর অপসারণে ল্যাপারোস্কপি ও এন্ডোসকপি ব্যবহার করার সিদ্ধান্ত নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team