পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার বেলা ১২টার দিকে ঢাকা কলেজ ও সিটি কলেজ থেকে শিক্ষার্থীরা সড়েক অবস্থান নেন। এর আগে বেলা ১১টার দিকে তেজগাঁওয়ে বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা ফার্মগেটে প্রায় পৌনে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। তাদের দাবি বাসে হাফ ভাড়া কার্যকর করতে হবে।
এ সময় ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের ইউনিফর্ম পরা মিছিলকারীরা ইট পাটকেল ছুড়ে চারটি বাসের জানালার কাঁচ ভাঙচুর করে।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেয়।
ডিজেলের দাম বৃদ্ধিতে গত ৮ নভেম্বর ঢাকায় বাসে ভাড়া ২৭ শতাংশ বেড়েছে। শিক্ষার্থীদের দাবি, বাসে তাদের কাছ থেকে অর্ধেক ভাড়া নিতে হবে। যদিও সড়ক পরিবহন আইনে অর্ধেক ভাড়া নেওয়ার নিয়ম নেই বলে পরিবহন মালিকরা দাবি করছেন।
মালিকরা বলছেন, শিক্ষার্থীদের কাছ থেকে এমনিতেই কম ভাড়া নেওয়া হয়। সরকার ভর্তুকি দিলে ‘হাফ ভাড়া’ নিতে পারবেন। সড়কে শৃঙ্খলা ফেরাতে গঠিত টাস্কফোর্সের প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, হাফ ভাড়ার বিষয়টি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত ইকরাম আলী মিয়া বলেন, হাফ ভাড়ার দাবিতে কয়েককদিন ধরেই ধানমন্ডি সাইন্সল্যাব এলাকার শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। শনিবারও তারা সড়ক অবরোধ করে। এ সময় কয়েকটি বাসের কাঁচ ভাঙচুর করা হয়। শিক্ষকদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।