জানা যায়, এবারই এই ঘটনা প্রথম নয়, মাত্র দেড় মাস আগেও একই শাখা থেকে ফাইল গায়েব হয়েছিল। তবে সেই ঘটনার এখনও কোনও সঠিক সুরাহা হয়নি।
এই মধ্যে ছিল কয়েকটি মেডিকেল কলেজ হাসপাতালের কেনাকাটা সহ আরও কিছু প্রকল্পের ক্রয় সংক্রান্ত নথি । নথি গায়েব এর পর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া নথি গায়েবের ঘটনায়, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ্ আলমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) শাহাদৎ হোসাইনের কক্ষের সাথে লাগোয়া ক্রয় ও সংগ্রহ শাখা-২ এর কক্ষে ছিল সেই ১৭টি নথি । ঐ কক্ষে বসেন মো. জোসেফ সরদার ( সাঁট মুদ্রাক্ষরিক ) ও আয়েশা সিদ্দিকা কম্পিউটার অপারেটর । এই কেবিনেট এর চাবিও ঔ দুইজনের কাছে থাকে জানা যায় সূত্র মারফত।
চুরির ঘটনা প্রকাশের পর এ নিয়ে চলছে নানা আলোচনা। বলা হচ্ছে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মীদের মাধ্যমেই এই ফাইল সরানো হয়েছে।