1. admin@khoborakhobor.com : খবরাখবর :
স্বাস্থ্য খাতে পদত্যাগ আর অপসারণে চলছে শুদ্ধি অভিযান - খবরাখবর
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৮:১৬ পূর্বাহ্ন

স্বাস্থ্য খাতে পদত্যাগ আর অপসারণে চলছে শুদ্ধি অভিযান

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

খবরাখবর ডেস্কঃ বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনার অভিযোগ ছিল সব সময়। করোনা মহামারির মধ্যে এসব অভিযোগ আরও বড় আকারে দেখা দেয়। স্পষ্ট হয়ে ওঠে মন্ত্রণালয় ও অধিদপ্তরের অদক্ষতা, ব্যর্থতা। সর্বশেষ শাহেদ -সাবরিনা কাণ্ডে দেশবাসী হতবাক হয়েছে। তাই গত দুই এক দিনে এই দপ্তরে ঘটে যাচ্ছে নানা ঘটনা,আসছে পরিবর্তনের খবর। কেউ কেউ বলছে শুরু হয়েছে শুদ্ধি অভিযান।

পদত্যাগ করলেন অধিদপ্তরের ডিজি।  সরিয়ে দেয়া হয়েছে ক্লিনিক ও হাসপাতালের পরিচালকে।নিয়োগ দেয়া হয়েছে নতুন ডিজি ও পরিচালক।
বিতর্কের মুখে পদত্যাগ করা চুক্তিতে থাকা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল কালাম আজাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়, আবুল কালাম আজাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ ২১ জুলাই থেকে বাতিল করা হলো। এর মানে হলো তিনি আর ডিজি পদে নেই।
নতুন ডিজি নিয়োগের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গতকাল বুধবার সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, সর্বোচ্চ পর্যায়সহ সবাই মিলে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দরকার হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও আলোচনা করে নেওয়া হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রমতে, নতুন মহাপরিচালক নিয়োগ নিয়েও আলোচনা শুরু হয়েছে। মূলত এই পদে চিকিৎসকদেরই নিয়োগ দেওয়া হয়। এই পদের জন্য কয়েকজন চিকিৎসকের নাম নিয়ে আলোচনা চলছে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সূত্রমতে, বিদ্যমান প্রেক্ষাপটে সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে এই নিয়োগ চূড়ান্ত হবে। ফলে কে হবে এটা সুনির্দিষ্ট করে বলা যাবে না।

গত মঙ্গলবার পদত্যাগ করেন চুক্তিতে থাকা আবুল কালাম আজাদ। সরকারি সূত্রগুলো বলছে বিদ্যমান পরিস্থিতিতে তাঁর চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েই ছিল। অপসারিত হওয়ার চেয়ে পদত্যাগ সম্মানজনক। আবুল কালাম আজাদ পদত্যাগের সুযোগ নিলেন। তবে শেষ খবর পাওয়া অবদি নতুন ডিজি হিসাবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

স্বাস্থ্য অধিদপ্তরের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনার অভিযোগ সব সময় ছিল। করোনা মহামারির সময় এসব অভিযোগ আরও বড় আকারে দেখা দেয়। স্পষ্ট হয়ে ওঠে মন্ত্রণালয় ও অধিদপ্তরের অদক্ষতা, ব্যর্থতা। জেকেজি ও রিজেন্টের কেলেঙ্কারিতে মানুষ হতবাক হয়। কিছু মানুষ মনে করে, স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা জড়িত না থাকলে এই মাত্রার দুর্নীতি করা সম্ভব না।

অপরদিকে আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক আমিনুল হাসানকে পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার। তাঁকে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। অন্যদিকে তার স্থলে নিয়োগ পেয়েছেন ডা. মো. ফরিদ হোসেন মিঞা।
বৃহস্পতিবার (২১ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে।
ফরিদ হোসেন মিঞা এর আগে স্বাস্থ্য অধিদপ্তরে উপপরিচালক (এমবিডিসি) ও প্রোগ্রাম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, বদলি/পদায়নকৃত কর্মকর্তা আগামী তিন কর্মদিবসের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগ দেবেন। তা না হলে চতুর্থ কর্মদিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২ হাজার ৮৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ১৬ হাজার ১১০ জনের। গত ২৪ ঘণ্টায় ৫০ জনের মৃত্যু হয়েছে।এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৮০১ জন।

ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর আগের দিন ১২ হাজার ৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১০ লাখ ৭৯ হাজার ২৭টি নমুনা।
দেশে করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, নতুন করে মারা যাওয়া ৫০ জনের মধ্যে পুরুষ ৪১ জন ও নারী ৯ জন।
ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ ২ হাজার ৬ জন। এখন পর্যন্ত সুস্থ ১ লাখ ১৯ হাজার ২০৮ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team