মৃতরা হলেন আব্দুর রহমান (৭৮) ও তার স্ত্রী জোবেদা খাতুন(৬৮)। আব্দুর রহমানের ভাতিজা খোকন জানান, বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আব্দুর রহমান মারা যান। স্বামীর মৃত্যুর ৫ ঘণ্টা পর সাড়ে ৭টার দিকে স্ত্রী জোবেদা খাতুন (৬৮) মারা যান । তারা কেউই তেমন অসুস্থ ছিলেন না।
স্বামীর মৃত্যুর শোকে হার্টঅ্যাটাকে জোবেদা খাতুন মারা যেতে পারেন বলে অনেকে ধারণা করছেন। তাদের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।