1. admin@khoborakhobor.com : খবরাখবর :
স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে দ্বিতীয় স্ত্রী - খবরাখবর
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৮:৩৬ পূর্বাহ্ন

স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে দ্বিতীয় স্ত্রী

  • Update Time : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে দ্বিতীয় স্ত্রী। পরে মুমূর্ষু অবস্থায় ইব্রাহীমকে (৫৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে রাতেই দ্বিতীয় স্ত্রী শাহীনুর বেগম পালিয়ে গেছেন।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের মালামত নামক এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, সাত বছর আগে বন্দরের মালামত এলাকার মৃত ওমর আলী বেপারীর ছেলে ইব্রাহীম প্রথম স্ত্রী হাসিনা বেগমকে রেখে চার সন্তানের জননী শাহীনুর বেগমকে দ্বিতীয় বিবাহ করেন। মঙ্গলবার রাতে পারিবারিক বিষয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। গভীর রাতে স্ত্রী শাহীনুর বেগম ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে পালিয়ে যান।

আহত ইব্রাহীমের প্রথম স্ত্রীর মেয়ে আইরীন জানান, বাবা দ্বিতীয় বিয়ে করার পর তাদের বাড়িতে আর থাকেন না। সে সৎমাকে নিয়ে অন্য বাড়িতে বসবাস করতেন। বাবার পুরুষাঙ্গ কেটে ফেলার খবর পেয়ে রাত ৩টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

তিনি আরও জানান, সৎমা শাহীনুর বন্দরের হালুয়াপাড়া এলাকার মৃত হযরত আলীর মেয়ে। তিনি ছিলেন তার মামি শাশুড়ি। বিয়ের পর থেকে আমাদের সঙ্গে বাবা তেমন যোগাযোগ রাখেননি।

এ ব্যাপারে ধামগড় ইউপি চেয়ারম্যান মাসুম আহাম্মেদ জানান, ইব্রাহীমকে নিয়ে কয়েক দফা সালিশ হয়েছে। তবে তার পুরুষাঙ্গ কাটার বিষয়টি আমার জানা নেই। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দীন ভূঁইয়া জানান, ঘটনার খবর পেয়েছি; তবে কেউ অভিযোগ করেনি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team