নিহতরা হলেন রেশমি আক্তার (২২) ও তার ১৫ মাসের সন্তান সালমান। সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান।
তিনি জানান, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে নরসিংদী শহরের দত্তপাড়া এলাকার পারভেজ মিয়ার মেয়ে রেশমির সঙ্গে বিয়ে হয় ঘোড়াদিয়ার ফখরুলের। বিয়ের পর থেকেই মাদকাসক্ত স্বামীকে নিয়ে সংসারে অশান্তি দেখা দেয়। পরে ফখরুলকে রিহ্যাব সেন্টারেও পাঠায় তার বাবা-মা।
রোববার রাতে ফখরুল ও রেশমির মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফখরুল স্ত্রী ও সন্তানকে ছুরি দিয়ে গলাকেটে হত্যা করেন। এ সময় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। ফখরুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় রেশমির বাবা পারভেজ মিয়া বাদী হয়ে ফখরুলকে আসামি করে নরসিংদী সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছে।