ঝিনাইদহের কোটচাঁদপুরে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। ফলে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকাল পাঁচটা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
কোটচাঁদপুরের স্টেশন মাস্টার নুরুল ইসলাম জানিয়েছেন, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন কোটচাঁদপুর স্টেশনে প্রবেশের সময় ট্রেনের পেছনের তিনটা বগি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরো জানান, দুর্ঘটনাকবলিত সুন্দরবন এক্সপ্রেসের পেছনের তিনটি বগি ফেলে রেখে কিছুক্ষণ পর খুলনার উদ্দেশে রওনা হয় ট্রেনটি।