1. admin@khoborakhobor.com : খবরাখবর :
অঘটনের সুইজারল্যান্ডে সতর্ক স্পেন - খবরাখবর
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০১:১০ অপরাহ্ন

অঘটনের সুইজারল্যান্ডে সতর্ক স্পেন

  • Update Time : শুক্রবার, ২ জুলাই, ২০২১
সুইজারল্যান্ডে সর্তক স্পেন
সুইজারল্যান্ডে সর্তক স্পেন

অঘটনের সুইজারল্যান্ডের বিপক্ষে সতর্ক স্পেন।কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে আজ রাত ১০ টায় মুখোমুখি হবে তারা। দুইদিন বিরতির পর আবার মাঠে গড়াচ্ছে ইউরো কাপ।

ফ্রান্সকে বিদায় করে দিয়ে ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো বড় কোন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড। স্পেনের বিপক্ষেও একই পথে হাটতে চায় সুইজারল্যান্ড। তবে ইতিহাস বলছে ভিন্ন কথা। ২২ বারের মোকাবেলায় স্প্যানিশরা মাত্র একবার পরাজিত হয়েছে। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে সুইসদের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছিল চ্যাম্পিয়ন স্পেন। ওই দলের একমাত্র খেলোয়াড় হিসেবে এবারের ইউরো স্কোয়াডে টিকে রয়েছেন অধিনায়ক সার্জিও বুসকেটস। এছাড়াও ২০১২ ইউরো শিরোপাজয়ী দলের দুই খেলোয়াড় হিসেবে বুসকেটসের সাথে আরো রয়েছেন বার্সেলোনা মিডফিল্ডার জর্দি আলবা

তবে সাম্প্রতিক সময়ে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হয়ে উঠেছে সুইজারল্যান্ড। গত বছরের শেষদিকে উয়েফা ন্যাশেন্স কাপে দু’বার সুইসদের মুখোমুখি হয় স্পেন। এর মধ্যে অক্টোবরে মাদ্রিদের ম্যাচে ১-০ ব্যবধানে জিতলেও নভেম্বরে বাসেলের লড়াই শেষ হয় ১-১ সমতায়। বর্তমানে ফিফা র‍্যাংকিংয়ের ১৩ নম্বরে অবস্থান সুইজারল্যান্ডের। পেতকোভিচের দলটি ধীরে ধীরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে এবারের ইউরোতেও। গ্রুপ পর্বের শেষ খেলায় তুরস্ককে ৩-১-এ হারিয়ে ৮৩ বছর পর প্রথমবারের মতো বড় টুর্নামেন্টের নকআউটে জায়গা করে। তবে বড় চমক দেখায় বুখারেস্টে ফ্রান্সের বিপক্ষে।

২০১৮ বিশ্বকাপজয়ীদের বিপক্ষে লিড নেয় প্রথমেই। এরপর একপর্যায়ে ৩-১-এ পিছিয়ে যাওয়ার পর শেষদিকে টানা দুই গোলে স্কোরলাইনে সমতা নিয়ে আসে। অতিরিক্ত সময়েও এমবাপ্পে, বেনজেমা ও গ্রিজম্যানদের সুযোগ দেয়নি রক্ষণভাগ। শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় নিয়ে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড। যাদের প্রথম নকআউটে ওঠার ইতিহাসই এবার, নতুন ইতিহাস লিখে তারা শেষ আটেও। এবার শেষ চারে ওঠার ইতিহাস গড়াও অসম্ভব নয়। আর এখানেই ভয় স্পেনের।

কোচ লুইস এনরিকেও জানিয়েছেন সুইজারল্যান্ডকে নিয়ে সতর্কতার কথা, ‘ভালো খেলেছে বলেই তারা কোয়ার্টারে উঠেছে। আমাদের নিজেদের শক্তির দিক যেমন দেখতে হবে, তেমনি সতর্কও থাকতে হবে।

স্পেন দলে কোনও ইনজুরি নেই। লুইস এনরিক তাই অপরিবর্তিত একাদশ নিয়েই নামবেন সেমির টিকেট কনফার্ম করতে। স্পেন জাতীয় ফুটবল দলের এই কোচ বলেন, সুইজারল্যান্ড দলটাকে আমার বেশ ভালো করে জানা আছে। তা আমাদের বাড়তি সুবিধা দেবে। কঠিন একটি ম্যাচ অপেক্ষা করছে। ওদের হারাতে সেরাটিই দিতে হবে আমাদের।

এদিকে, সুইজারল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে থাকতে পারবেন না জাকা। আগের দু ম্যাচে হলুদ কার্ড দেখার খেসারত দিতে হচ্ছে আর্সেনাল মিডফিল্ডারকে। সুইজারল্যান্ডের জাতীয় দলের কোচ ভ্লাদেমির পেতকোভিচ বলেন, আসলে এখন পর্যন্ত আমাদের ছেলেরা যা করেছে, তাতে আমি গর্বিত। স্পেনের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই। পাওয়ার আছে অনেক কিছুর। শেষ মিনিট পর্যন্ত ওদের চ্যালেঞ্জ জানাতে আমরা প্রস্তুত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team