মেহেরপুর সদর থানার এসআই আব্দুল মজিদ, বেওয়ারিশ হিসেবে মরদেহ গ্রহণ করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।এর আগে, বিকেলের দিকে সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ১১৯ নং এর কাছে ভারতের নদিয়া জেলা তেহট্ট থানার ৮২ বিএসএফের বেস্টগঞ্জ কোম্পানির ইন্সপেক্টর ধর্মেন্দ্র ত্রিপাঠি এবং বিজিবি বুড়িপোতা কোম্পানি কমান্ডার সুবেদার শেখ শহীদের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে উভয় দেশের ৬ সদস্য উপস্থিত ছিলেন। মেহেরপুর সদর থানার এসআই আব্দুল মজিদ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্ত শেষে মরদেহ বেওয়ারিশ হিসেবে যা যা করার সে ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্তের একটি মাঠে অজ্ঞাত ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
রোববার কোনো এক সময় মারা গেলে বিএসএফ সদস্যরা তার মরদেহ তেহট্ট থানার ৮২ বিএসএফের বেস্টগঞ্জ কোম্পানির প্রধান ক্যাম্পের মাত্র ১০ গজ দুরে ফেলে যায়। ওই নারীর মরদেহ বাংলাদেশের হিসেবে চালিয়ে দেয় তারা।