1. admin@khoborakhobor.com : খবরাখবর :
সাড়ে তের মাস পর প্রতিদ্বন্দ্বীতাপূর্ন ম্যাচে সাকিব - খবরাখবর
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৬:৫০ অপরাহ্ন

সাড়ে তের মাস পর প্রতিদ্বন্দ্বীতাপূর্ন ম্যাচে সাকিব

  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
সাকিব আল হাসান
সাকিব আল হাসান

খেলার খবরঃ প্রায় সাড়ে তের মাস পর মাঠে প্রতিদ্বন্দ্বীপূর্ন ম্যাচে মাঠে নামছে বিশ্ব ক্রিকেটের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দিনের হিসেবে ৪০৯ দিন পর ফিরলো বাইশ গজে। গত বছরের ১২ অক্টোবর, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচের পর আর খেলা হয়নি ক্রিকেটের এই মহাতারকার।

গায়ানা অ্যামজন ওয়ারিয়র্স ও বার্বাডোজ ট্রাইডেন্টসের মধ্যকার ম্যাচটিতে ২৭ রানের জয় শিরোপা জিতে নেয় বার্বাডোজ। স্বীকৃত ক্রিকেটে এটিই ছিল বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সর্বশেষ ম্যাচ। যেখানে শিরোপা জয়ের আনন্দে ভেসেছিলেন দেশের ক্রিকেটের এই মহাতারকা।

এর পরই শাস্তির খড়ম নেমে আসে। কেননা ফিক্সিংয়ের প্রস্তাব গোপন রাখার দায়ে এক বছর নিষিদ্ধ ছিলেন তিনি। যে কারণে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪টি ম্যাচ খেলতে পারেনি। এক বছর পর নিষেধাজ্ঞামুক্ত হয়েছেন চলতি বছরের ২৯ অক্টোবর। প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে ফিরতে অপেক্ষা করতে হলো ২৬ দিন। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের আসরে উদ্বোধনী দিনেই মাঠে নামার সুযোগ পেলেন সাকিব। মাঠ মাতাবেন জেমকন খুলনার হয়ে। দিনের দ্বিতীয় ম্যাচটিতে ফরচুন বরিশালের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে সাকিবের জেমকন খুলনা। তার ব্যাটিং দেখতে দ্বিতীয় ইনিংস পর্যন্ত অপেক্ষা করতে হবে ভক্ত-সমর্থকদের।

ফরচুন বরিশাল একাদশঃ তামিম ইকবাল (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, কামরুল ইসলাম রাব্বি, সুমন খান, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব ও মাহিদুল ইসলাম অঙ্কন।

জেমকন খুলনা একাদশঃ সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আলআমিন হোসেন, জহুরুল হক অমি, এনামুল হক বিজয়, শামীম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম ও শহীদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team