খবরাখবর নিউজঃ সাতক্ষীরায় অভিযান চালিয়ে ফিশিং ট্রলারসহ ভারতীয় ১৬ জেলে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাত ১১টার দিকে অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করায় এফবি মঙ্গলচণ্ডি-৭ নামে একটি ভারতীয় কাঠের ট্রলারসহ ওই জেলেদের আটক করা হয়।
কোস্টগার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, সুন্দরবনে টহল দেওয়ার সময় গোপনে সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ভারতীয় একটি ফিশিং ট্রলার বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে। এরপর তারা ভারতীয় ট্রলারটিকে ধাওয়া দিলে জেলেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পিছু ধাওয়া করে ট্রলারটিসহ ১৬ জেলেকে আটক করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ট্রলার ও ১৬ জেলেকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া ট্রলারে থাকা মাছ মোংলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।