হ্যাঁ, এমন পরিবার এখনো আছে। রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের পেটভাতা গ্ৰামের সাইফুল ইসলামের পরিবার। পাঁচ সদস্যের পরিবারে দুইজনই মানুষিক ভারসাম্যহীন- সাইফুল ইসলাম ও তার মেজো মেয়ে।
এই পরিবারটির এমন দুর্দশা “পথের আলো রাজারহাট ” সামাজিক সংগঠনের মাধ্যমে তুলে ধরলে বিষয়টি রাজারহাট উপজেলার সুযোগ্য ইউএনও মহোদয়ের নজরে আসে। ইউএনও মহোদয় তাৎক্ষণিকভাবে পরিবারটিকে নগদ ছয় (৬,০০০) হাজার টাকা ও দুই বান্ডিল টিনের ব্যবস্থা করে দেন। অতঃপর পথেরআলো রাজারহাট এর সার্বিক সহযোগিতা ও তত্বাবধানে সরকারি সহায়তার সমন্বয়ে এই পরিবারটিকে গতকাল থাকার উপযোগী একটি ঘর নির্মাণ করে দেয়া হয়। এছাড়া পথের আলোর পক্ষ থেকে বিনা মূল্যে বিদ্যুৎ সংযোগ ও বিদ্যুৎ সরঞ্জাম এবং দ্রুত ” মানবিক সমাজ রাজারহাট ” সংগঠন এর উদ্যোগে বিছানাপত্র সহ কিছু আসবাবপত্র প্রদান করা হবে।