1. admin@khoborakhobor.com : খবরাখবর :
মানসিক ভারসাম্যহীন সাইফুলের পরিবার পেল নতুন ঘর - খবরাখবর
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:৫০ অপরাহ্ন

মানসিক ভারসাম্যহীন সাইফুলের পরিবার পেল নতুন ঘর

  • Update Time : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
মানসিক ভারসাম্যহীন সাইফুলের পরিবার পেল নতুন ঘর
মানসিক ভারসাম্যহীন সাইফুলের পরিবার পেল নতুন ঘর

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: রোদ-বৃষ্টি, ঝড়,শীত সবই তাদের সয়ে গেছে। ঘরের ভিতর থেকে দেখা যায় খোলা আকাশ। পুরনো কাপড়ে ঘরের বেড়া দেয়া। একটা ভাঙ্গা খাটে খর বিছিয়ে কোন রকম রাত্রি যাপন করেন তারা। ঘরে নেই বিদ্যুৎ, কুপি জ্বালিয়ে কোনরকম রাত পার করেন। পরিবারটির চুলোতে কখনো আগুন জ্বলে কখনো জ্বলে না। সর্বদা অন্যের কাছে হাত পাততে হয়।

হ্যাঁ, এমন পরিবার এখনো আছে। রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের পেটভাতা গ্ৰামের সাইফুল ইসলামের পরিবার। পাঁচ সদস্যের পরিবারে দুইজনই মানুষিক ভারসাম্যহীন- সাইফুল ইসলাম ও তার মেজো মেয়ে।

এই পরিবারটির এমন দুর্দশা “পথের আলো রাজারহাট ” সামাজিক সংগঠনের মাধ্যমে তুলে ধরলে বিষয়টি রাজারহাট উপজেলার সুযোগ্য ইউএনও মহোদয়ের  নজরে আসে। ইউএনও মহোদয় তাৎক্ষণিকভাবে পরিবারটিকে নগদ ছয় (৬,০০০) হাজার টাকা ও দুই বান্ডিল টিনের ব্যবস্থা করে দেন। অতঃপর পথেরআলো রাজারহাট এর সার্বিক সহযোগিতা ও তত্বাবধানে সরকারি সহায়তার সমন্বয়ে এই পরিবারটিকে গতকাল থাকার উপযোগী একটি ঘর নির্মাণ করে দেয়া হয়। এছাড়া পথের আলোর পক্ষ থেকে বিনা মূল্যে বিদ্যুৎ  সংযোগ ও বিদ্যুৎ সরঞ্জাম এবং দ্রুত  ” মানবিক সমাজ রাজারহাট ” সংগঠন এর উদ্যোগে বিছানাপত্র সহ কিছু আসবাবপত্র প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team