খবরাখবর ডেস্কঃ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রাজধানীর হাতিরঝিল থানায় করা রাষ্ট্রদ্রোহের মামলায় দৈনিক সংগ্রামের এই প্রধান প্রতিবেদককে কারাগারে পাঠানো হয়।
বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন রুহুল আমিন গাজীকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আদালতে তার জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী আবদুর রাজ্জাক। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে রুহুল আমিন গাজীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বুধবার সন্ধ্যায় রুহুল আমিন গাজীকে রাজধানীর মগবাজারের দৈনিক সংগ্রাম অফিস থেকে গ্রেপ্তার করে হাতিরঝিল থানা পুলিশ।