1. admin@khoborakhobor.com : খবরাখবর :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থা’ উপস্থাপন - খবরাখবর
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১:২০ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থা’ উপস্থাপন

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থা’ বিষয়ে প্রণীত কৌশলপত্রের ওপর উপস্থাপনা প্রদান করেছেন অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার। বৃহস্পতিবার গণভবনে কৌশলপত্র উপস্থাপন করেন তিনি।

এ সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউসসহ সংশ্লিষ্ট অন্যান্য সিনিয়র সচিব ও সচিবরা উপস্থিত ছিলেন।

দেশের জনগণের জন্য বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে প্রধানমন্ত্রীর সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তনের অঙ্গীকারের আলোকে এই কৌশলপত্র প্রণয়ন করা হয়েছে।

আন্তর্জাতিক অভিজ্ঞতা, বাংলাদেশের প্রেক্ষাপট ও অর্থনৈতিক সক্ষমতার আলোকে প্রণীত কৌশলপত্রের ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

এছাড়া প্রধানমন্ত্রী সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রবতর্নের লক্ষ্যে জরুরি ভিত্তিতে একটি আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণের জন্য অর্থ বিভাগকে নির্দেশ দেন। বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team