1. admin@khoborakhobor.com : খবরাখবর :
যাদের নিয়ে সাজিয়েছে বাংলাদেশ আজ সম্ভাব্য একাদশ - খবরাখবর
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন

যাদের নিয়ে সাজিয়েছে বাংলাদেশ আজ সম্ভাব্য একাদশ

  • Update Time : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
বাংলাদেশ সম্ভাব্য একাদশ
বাংলাদেশ সম্ভাব্য একাদশ

একটু পরেই মাঠে নামবে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে যাদের নিয়ে সাজিয়েছে বাংলাদেশ আজ সম্ভাব্য একাদশ। তাদের নাম জানিয়েছে ক্রিকবাজ।

স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আজ বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে মাঠে নামছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ওয়ানডে সিরিজের আগে একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছিল দুই দল। সেখানে ২২০ রানের বিশাল ব্যবধানে জয় পায় টাইগাররা। তবে এবার সীমিত ওভারের ক্রিকেটের লড়াই শুরু হচ্ছে। টেস্ট সিরিজ শেষে এরই মধ্যে দেশে ফিরেছেন মুমিনুলরা। আজ বাংলাদেশ খেলবে তামিম ইকবালের বিপক্ষে।


আইসিসি ওয়ানডে সুপার লিগের সিরিজ বলেই সতর্ক বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের আগে একই সময়ে চলমান অন্যান্য সিরিজেও চোখ এই ওপেনারের। তাই গতকাল বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যোগ দেওয়া তামিম এক ফাঁকে এটিও মনে করিয়ে দিতে ভুললেন না, ‘আয়ারল্যান্ড কিন্তু দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে।’ দলের সাথে নেই মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমানের ইনজুরি। তাই সম্ভাব্য একাদশে নেই তাদের নাম।

টাইগারদের সম্ভাব্য একাদশ

তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team