1. admin@khoborakhobor.com : খবরাখবর :
রাজারহাটে ইউপি নির্বাচনে পরাজিত প্রার্থীর ভাইয়ের উপর সন্ত্রাসী হামলা - খবরাখবর
বুধবার, ১৫ মার্চ ২০২৩, ০১:৫৩ অপরাহ্ন

রাজারহাটে ইউপি নির্বাচনে পরাজিত প্রার্থীর ভাইয়ের উপর সন্ত্রাসী হামলা

  • Update Time : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
রাজারহাটে ইউপি নির্বাচনে পরাজিত প্রার্থীর ভাইয়ের উপর সন্ত্রাসী হামলা
রাজারহাটে ইউপি নির্বাচনে পরাজিত প্রার্থীর ভাইয়ের উপর সন্ত্রাসী হামলা

রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন পরবর্তী পরাজিত প্রার্থীর ভাইয়ের উপর হামলা চালিয়েছেন সন্ত্রাসীরা।

স্থানীয় সুত্রে জানা যায়, গত বুধবার ৫ জানুয়ারি বিকেল আনুমানিক ৪ ঘটিকায় রাজারহাট হাসপাতাল রোড রেলগেটের সামনে রাজারহাট সদর ইউনিয়নের মটর সাইকেল প্রতীকের পরাজিত প্রার্থী রহিম বাদশার বড় ভাই মকবুল মাস্টারকে নৌকা প্রতিকের বিজয়ী প্রার্থী এনামুল হকের কর্মী সমর্থকেরা দেশীয় অস্ত্র, রাম দা রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। মকবুল মাস্টার জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে থাকলেও চিহ্নিত সন্ত্রাসীদের ভয়ে কেউ আহতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সাহস পাননি। পরে এই ঘটনা রাজারহাট থানা পুলিশ জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে এসে আহত মকবুল মাস্টারকে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী বলেন মকবুল মাস্টার মটর সাইকেলে করে রাজারহাট থেকে পাশ্ববর্তী সিঙ্গের ডাবড়ীর হাট যাচ্ছিলেন। হঠাৎ কিছু চিহ্নিত ভখাটে ছেলেপুলে মকবুল মাস্টারের উপর হামলা করে। পরে পুলিশ এসে আহত মকবুল হোসেন কে হাসপাতালে নিয়ে যান।

হামলার বিষয়ে হাসপাতালে ভর্তি মকবুল মাস্টার বলেন, আমার ছোট ভাই রহিম বাদশা গত ২৬শে ডিসেম্বর রাজারহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোট করে হেরে যান,আমি তার ভোট করায় বিজয়ী চেয়ারম্যান এনামুল হকের সন্ত্রাসী বাহিনী আকাশ, কোপা সোহেল, রিয়াজুল, মজিদুল, হৃদয় সহ আরও অনেকে আমার উপর অতর্কিত হামলা চালায়। আমি প্রশাসনের কাছে এই সন্ত্রাসীদের শাস্তি দাবি করছি।

এ ব্যাপারে রাজারহাট সদর ইউপির পরাজিত চেয়ারম্যান প্রার্থী রহিম বাদশা বলেন, এই বিষয় টা নিয়ে অনেকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। যারা আমার ভাইয়ের উপর হামলা চালিয়েছেন তারা রাজারহাট উপজেলার চিহ্নিত সন্ত্রাসী এদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। নির্বাচন পরবর্তী এহেন ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি এদের শাস্তি দাবি করছি।

এবিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার বলেন,ঘটনাটি সম্পর্কে আমরা জানি। তিনি আরও জানান মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এখনি সবকিছু বলা যাচ্ছে না। মামলার পরবর্তীতে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team