1. admin@khoborakhobor.com : খবরাখবর :
ষষ্ঠ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৪৩ প্রার্থী নির্বাচিত - খবরাখবর
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৭:২৫ পূর্বাহ্ন

ষষ্ঠ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৪৩ প্রার্থী নির্বাচিত

  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
ষষ্ঠ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৪৩ প্রার্থী নির্বাচিত
ষষ্ঠ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৪৩ প্রার্থী নির্বাচিত

ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে ১৪৩ জন্য প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ধাপের ভোটগ্রহণ আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

শনিবার (১৫ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) থেকে জানানো হয়, ষষ্ঠ ধাপে ২১৯ ইউপিতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল বৃহস্পতিবার (১৩ জানুয়ারি)। এই দিনে চুড়ান্তভাবে ১৪৩ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ইসি জানায়, এই ধাপে চেয়ারম্যান পদে ২৫৩ জন, সংরক্ষিত সদস্য পদে ৪৪ জন এবং সাধারণ সদস্য পদে ৩১৭ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহার শেষে এই ধাপে চেয়ারম্যান পদে এক হাজার ১৫৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে দুই হাজার ৪৫৩ জন এবং সাধারণ সদস্য পদে ৭ হাজার ৪৯৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

ইসির জনসংযোগ শাখা থেকে পাঠানো তথ্যে দেখা গেছে, এই ধাপে চেয়ারম্যান পদে ১২ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৩১ জন এবং সাধারণ সদস্য পদে ১০০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী ছাড়াই নির্বাচিত হলেন।

ইসির তথ্য অনুযায়ী, পঞ্চম ধাপে ৭১৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৯৩ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৫২ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৩২ জন এবং সাধারণ সদস্য পদে ১০৯ জন প্রার্থী রয়েছেন।

চতুর্থ ধাপে মোট ২৯৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তৃতীয় ধাপে ৫৬৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় ধাপে তিন পদে মোট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছেন ৩৬০ জন প্রার্থী। প্রথম ধাপে তিন পদে মোট ১৩৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team