1. admin@khoborakhobor.com : খবরাখবর :
শেহজাদ খান বীর আমার এবং শাকিব খানের সন্তান : বুবলী - খবরাখবর
বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩, ১১:৫৯ অপরাহ্ন

শেহজাদ খান বীর আমার এবং শাকিব খানের সন্তান : বুবলী

  • Update Time : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
শেহজাদ খান বীর আমার এবং শাকিব খানের সন্তান : বুবলী
শেহজাদ খান বীর আমার এবং শাকিব খানের সন্তান : বুবলী

অবশেষ মুখ খুললেন চিত্রনায়িকা বুবলি। বললেন, “শেহজাদ খান বীর আমার এবং শাকিব খান সন্তান”। আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ তথ্য জানান।

তার স্ট্যাটাস টা হুবহু তুলে ধরা হলো-

‘আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।


শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খান এর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’

এর আগে গেল কয়েকদিন আগে বুবলীর ‘বেবি বাম্প’ ছবি প্রকাশের পরই হইচই পড়ে যায় বিনোদন পাড়ায়। এ বিষয়ে কথাও বলেন বুবলী। কয়েকদিন আগে গণমাধ্যমে জানান খুব শিগগিরই সব জানাবেন।

সিনেমাপাড়ায় গুঞ্জন, শাকিব খানকে বিয়ে করেছেন শবনম বুবলী! ২০১৭ সালের ১৮ মার্চ যার আভাস দিয়েছিলেন এই নায়িকা। ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছিলেন ফ্যামিলি টাইম।

‘বেবি বাম্পে’র ছবি প্রকাশ্যে আসার মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘চাদর’ সিনেমার শুটিং সেট থেকে সাংবাদিকদের বুবলী বলেন, আমি একজন মুসলিম। এখন এটুকুই বলব যা হয়েছে শালীনভাবে হয়েছে। সবার কাছে অনুরোধ করব, কেউ যেন খারাপ কিছু না ছড়ান এবং কয়েকটা দিন সময় চাইছি আমি। বিষয়টি কয়েক দিনের মধ্যেই স্পষ্ট করব আমি। এটা আমার জন্য খুবই সেন্সেটিভ বিষয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team