ম্যাচের ১ম ওভারেই জয় এর উইকেট হারিয়ে চাপে পড়ে দল। রানের খাতা না খুলেই ফেরেন সাজ ঘরে। এর পর ফর্মে থাকা তামিম ইকবাল ও জয়ের পথ ধরেন। তামিম ও খুলতে পারেনি রানের খাতা।
বেশিক্ষণ দাড়াতে পারলেন না অধিনায়ক মুমিনুল ও । ৯ রান করে তিনিও হাটলেন তামিমদের পথ ধরে। এর পর ব্যাটে নাজমুল হোসেন শান্ত ব্যাটে আসলেও জ্বলতে পারেনি।
সাকিব ও রানের খাতা না খুলেই ফিরেছেন সাজ ঘরে। বাংলাদেশ ৫ উইকেট হারায় ২৪ রান তুলতেই। ২য় ও শেষ টেষ্ট এ মুখোমুখি শ্রীলঙ্কা ও বাংলাদেশ। ১ম টেষ্ট ড্র হবার পর এই ঢাকা টেষ্টে জয় পাবার লক্ষ্যে মাঠে নামে বাংলাদেশ দল।
সর্বশেষ ব্যাট করছেন লিটন দাশ ও মুশফিুকর রহিম।