1. admin@khoborakhobor.com : খবরাখবর :
শিল্পী সমিতিতে নাটকীয় মোড়, সাধারণ সম্পাদক সাইমন - খবরাখবর
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৭:৫৫ অপরাহ্ন

শিল্পী সমিতিতে নাটকীয় মোড়, সাধারণ সম্পাদক সাইমন

  • Update Time : সোমবার, ৭ মার্চ, ২০২২
চিত্রনায়ক সাইমন সাদিক
চিত্রনায়ক সাইমন সাদিক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে সাধারণ সম্পাদক পদে নাটকীয় মোড় নিয়েছে। আজ (৭ মার্চ) ঘোষণা এসেছে, নিপুণ-জায়েদ খান নন, সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হচ্ছেন চিত্রনায়ক সাইমন সাদিক।

সদ্য শপথ নেওয়া সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের বিরুদ্ধে ‘ছলনা’র অভিযোগ তুলে তার শপথ বাতিল করেছেন নন্দিত অভিনেতা ও সমিতির সহ৯ভাপতি ইলিয়াস কাঞ্চন। সেখানে স্থলাভিষিক্ত হচ্ছেন সাইমন।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসিতে) আজ (৭ মার্চ) এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে এসব কথা বলেন ইলিয়াস কাঞ্চন।

এই অভিনেতা বলেন, শুক্রবার (৪ মার্চ) শপথের দিন জায়েদ খান আমাকে কোর্টের একটি কাগজ দেখায়, যেটার ফটোকপি চাইলে ওই দিন আমাকে দেয়নি। পরে গড়িমসি করে রবিবার (৬ মার্চ) কাগজটি পেয়েছি। কিন্তু কয়েক দিন আগে (২ মার্চ) যে রায় হয়েছে কাগজটি সেটির নয়, এটা গত ৯ ফেব্রুয়ারির। এর মানে জায়েদ খান শপথ নেওয়ার জন্য ছলনার আশ্রয় নিয়েছেন।’

বিষয়টি ধোঁকার সঙ্গে তুলনা করেন কাঞ্চন আরও বলেন, ‘যেহেতু জায়েদ খান সত্যের বিপরীতে গিয়ে ছলনার আশ্রয় নিয়েছেন, সভাপতি ও শিল্পী সমিতিকে ধোঁকায় ফেলেছেন, সেহেতু জায়েদ খানের শপথ আর কোনোভাবে গ্রহণযোগ্য নয়। বাতিল হয়ে গিয়েছে।’

নতুন সাধারণ সম্পাদক প্রসঙ্গে কাঞ্চন বলেন, ‘যেহেতু সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে আদালতে মামলা চলছে, তাই সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সহ-সাধারণ সম্পাদক সাইমন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। আমরা একটা জরুরি মিটিং ডেকে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।’

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন সাইমন সাদিক। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আমি ইতিবাচক ভাবছি। আমি মানসিকভাবে প্রস্তুত আছি। সমিতি দায়িত্ব দিলে আমি ভালোভাবে পালন করার জন্যও প্রস্তুত আছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team