শুক্রবার সকালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দিয়ে নিহত হন রিপন হোসেন। এসময় প্রাইভেট কারের চালকসহ তিন জন গুরুতর আহত হয়।
নিহত রিপন হোসেন যশোরের ঝিকরগাছা উপজেলার সরনপুর গ্রামের আমিনুর মেম্বারের ছেলে এবং বেনাপোলে অবস্থিত নিউ সোনার বাংলা ট্রান্সপোর্টের সত্তাধিকারী।
বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সেক্রেটারী আজিম উদ্দীন জানান, রিপন ব্যক্তিগত কাজে নাভরন থেকে প্রাইভেটকার যোগে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন।এসময় একটি দ্রুতগামী ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা খায় প্রাইভেটকার। এতে গুরুতর যখম হয়ে ঘটনা স্থলে নিহত হয় রিপন হোসেন।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তকা(ওসি) বদরুল আলম খান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।