শার্শায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দু’জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো ইসরাফিল হোসেন (৩০) ও তুহিন (২৭)। তাদের বাড়ি একই গ্রামে।
অভিযোগে জানা গেছে, প্রবাসী ওই ব্যক্তির স্ত্রীকে ইসরাফিল ও তুহিন শনিবার (২৯ মে) রাতে বাড়ি থেকে উঠিয়ে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে। এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি বদরুল আলম খান।
রোববার বিকেলে অভিযুক্তদের আটক করা হয়েছে। ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।