1. admin@khoborakhobor.com : খবরাখবর :
শক্তিশালী নেদারল্যান্ডসের বিপক্ষে চেক রিপাবলিক - খবরাখবর
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৯:১৩ পূর্বাহ্ন

শক্তিশালী নেদারল্যান্ডসের বিপক্ষে চেক রিপাবলিক

  • Update Time : রবিবার, ২৭ জুন, ২০২১
নেদারল্যান্ডস বনাম চেক রিপাবলিক
নেদারল্যান্ডস বনাম চেক রিপাবলিক

শক্তিশালী নেদারল্যান্ডসের বিপক্ষে চেক রিপাবলিকরা মাঠে নামছে। নেদারল্যান্ডস গ্রুপের সেরা হয়ে নকআউটে গেছে। আর চেক রিপাবলিক গ্রুপে তৃতীয় হয়ে অনেকটা কপালগুণে টিকিট পেয়েছে। তাই কাগজে-কলমে চেক রিপাবলিকের চেয়ে এগিয়ে নেদারল্যান্ডস। তবে ইতিহাস কিন্তু চেকদের পক্ষে।

আজ শেষ ষোলোর লড়াইয়ে মেম্ম্ফিস ডিপাই, জর্জিনিয়ো উইনালদমরাই ফেভারিট। দু’দলের ১১ বারের মোকাবেলায় চেক রিপাবলিক জিতেছে ৫টি ম্যাচ। বিপরীতে ডাচদের জয় ৩টি। আর ৩টি ম্যাচ ড্র হয়েছে।

১৯৯৩ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে অভ্যুদয় হওয়ার আগে চেক রিপাবলিক অন্তর্ভুক্ত ছিল চেকোস্লোভাকিয়ার। ১৯৭৬ সালে ইয়োহান ক্রুইফের নেদারল্যান্ডসকে ইউরোর সেমিতে ৩-১ গোলে হারিয়েছিল ওই আসরে শিরোপাজয়ী চেকোস্লোভাকিয়া। ২০০৪ ইউরোতে পিছিয়ে পড়েও ডাচদের ৩-২ গোলে হারিয়ে দিয়েছিলেন নেদভেদ-রুসিস্কিরা।

২০১৬ ইউরো বাছাইপর্ব থেকেও ডাচদের ছিটকে দিয়েছিল এই চেকরা। অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণেই শেষ ষোলোর লড়াইয়ে চেকদের খাটো করে দেখতে নিষেধ করেছেন ডাচ ডিফেন্ডার ডালে ব্লিন্ড, ‘চেক রিপাবলিকের মতো একটি দলকে আমরা খাটো করে দেখতে পারি না। জিততে হলে মাঠে আমাদের সেরাটা দিতে হবে।’

তাই বলে এই ম্যাচটিতে প্রতিশোধ হিসেবে ভাবতেও নারাজ তিনি, ‘প্রতিশোধ শব্দটা এখানে রূঢ় শোনাবে, এটি আমি ব্যবহার করতে চাই না। এই পর্যন্ত আসতে আমরা কঠোর পরিশ্রম করেছি। পরের রাউন্ডে যাওয়ার জন্যও আমরা মুখিয়ে আছি।’ দীর্ঘ সাত বছর পর কোনো মেজর টুর্নামেন্ট খেলতে নামা নেদারল্যান্ডস অতীতকে জয় করে সামনে এগিয়ে যেতে চায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team