1. admin@khoborakhobor.com : খবরাখবর :
জরায়ুর বদলে লিভারে গর্ভধারণ নারীর! - খবরাখবর
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১২:৪৭ পূর্বাহ্ন

জরায়ুর বদলে লিভারে গর্ভধারণ নারীর!

  • Update Time : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

প্রাকৃতিক নিয়ম অনুযায়ী জরায়ুতে সন্তান ধারণ করেন নারীরা। কিন্তু চিকিৎসকদের হতভম্ব করে লিভারে সন্তান ধারণ করেছেন কানাডার এক নারী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছের নিউ ইয়র্ক পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, কানাডার ম্যানিটোবার চিলড্রেনস হসপিটাল রিসার্চ ইনস্টিটিউটের শিশু বিশেষজ্ঞ ডা. মাইকেল নার্ভি সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি বিষয়টি নিয়ে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি বলেন, টানা ১৪ দিন ধরে ঋতুকালীন রক্তক্ষরণ হওয়ায় এক নারী আমার কাছে আসে। আলট্রাসনোগ্রামের পর দেখা যায়, ৩৩ বছর বয়সী ওই নারীর লিভারে বেড়ে উঠছে সন্তান।

ঘটনাটি বিরল হলেও নজিরবিহীন নয় বলে জানিয়েছেন নার্ভি। এই ধরনের গর্ভধারণকে একটোপিক গর্ভাবস্থা বলা হয়। যখন নিষিক্ত ডিম্বাণু জরায়ুর পরিবর্তে অন্য কোথাও আটকে যায়, তখনই মায়ের শরীরের অন্য অংশে সন্তান বেড়ে উঠতে শুরু। সেক্ষেত্রে জরায়ুর পরিবর্তে পেটের প্রাচীরেও বেড়ে উঠতে পারে সন্তান।

নিউ ইয়র্ক পোস্ট জানায়, এই ধরনের গর্ভাবস্থা খুবই বিরল। ১৯৬৪ সাল থেকে ১৯৯৯ সালের মধ্যে বিশ্বে মাত্র ১৪টি লিভারে গর্ভধারণের ঘটনা জানা গেছে। ইতোমধ্যে কানাডার ওই নারীর ভ্রুণ অপসারণ করে তার প্রাণ রক্ষা করেছেন চিকিৎসকরা। তবে তার সন্তানটিকে বাঁচানো সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team