হঠাৎ ৬ষ্ট উইকেট জুটিতে সেই চির চেনা মিষ্টার ডিপেন্ডেবল মুশফিক আর ফর্মে থাকা লিটন কুমার দাশ এর মাষ্টারক্ল্যাস ব্যাটিং ভরসা যোগায় বাংলাদেশকে। বেশ ভাল গতিতেই ডুবতে বসা বাংলাদেশকে টেনে তোলার চেষ্টা করেন অভিজ্ঞ এই দুই ব্যাটসম্যান।
২৪ রানে ৫ উইকেট হারানো দলকে টেনে তুলতে আগের ম্যাচে সেঞ্চুরি করা মুশফিক খেলতে শুরু করেন দারুন ছন্দে, পাশাপাশি লিটন কোন ভুল করলেই সেটা ধরিয়ে দিয়ে দুজনে খেলাটাকে উপভোগ্য করে তোলেন।
ক্রিজে থিতু হয়ে যাওয়ার পর লঙ্কান বলাররা কোন ভাবেই আর ভয় দেখাতে পারেনি এই দুই ব্যাটারকে। স্পিনারদের খেলেছেন অনায়াসে আর লঙ্কান পেস বলাররা আগের ব্যাটারদের চেপে ধরতে পারলেও পারেনি লিটন মুশফিকদের সাথে।
লিটন দারুন সব সটে তুলে নেন সেঞ্চুরি। ২২১ বলে করেন ১৩৫ রান, অন্যদিকে মুশফিকুর রহিম ২৫২ বলে ১১৫ রান, দুজনই আছেন অপরাজিত।
দিন শেষে ৮৫ অভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ২৭৭ ।