1. admin@khoborakhobor.com : খবরাখবর :
র‍্যাব এর ৬ কর্মকর্তার উপর মার্কিন নিষেধাজ্ঞা - খবরাখবর
বুধবার, ১৫ মার্চ ২০২৩, ০৫:৫০ অপরাহ্ন

র‍্যাব এর ৬ কর্মকর্তার উপর মার্কিন নিষেধাজ্ঞা

  • Update Time : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
র‍্যাব ও এর ৬ কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা
র‍্যাব ও এর ৬ কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব) ও এর সাবেক ও বর্তমান ছয় কর্মকর্তা। কর্মকর্তাদের মধ্যে রয়েছেন বর্তমান পুলিশ প্রধান (আইজিপি) ও র‌্যাব-এর সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ ও বর্তমান মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাব ও এই ছয় জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশ করা তালিকায় এ তথ্য দেখা গেছে। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট বলছে, বাংলাদেশ সরকারের মাদকবিরোধী যুদ্ধে আইনের শাসন এবং মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনে ব্যর্থ হয়ে মার্কিন স্বার্থের জন্য হুমকি হয়ে উঠছে র‌্যাব।

র‌্যাব মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের সময় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বেনজীর আহমেদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে। একইসঙ্গে তাকে দেশটিতে প্রবেশের অযোগ্য ঘোষণা করা হয়েছে। একই অভিযোগে ‍যুক্তরাষ্ট্র র‌্যাব এবং এর সাবেক ও বর্তমান আরও পাঁচ কর্মকর্তার সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর সরকারের নির্বাহী আদেশ ১৩৮১৮–এর আওতায় এই নিষেধাজ্ঞা দিয়েছে। ২০১৭ সালের ২০ ডিসেম্বর তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা এই আদেশে মানবাধিকার লঙ্ঘন বা দুর্নীতিতে সম্পৃক্ত ব্যক্তির সম্পদ বাজেয়াপ্তের কথা বলা হয়েছে।

এই নিষেধাজ্ঞার আওতায় আসা র‌্যাবের অপর পাঁচ কর্মকর্তা হলেন বর্তমান মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বর্তমান অতিরিক্ত মহাপরিচালক খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক তোফায়েল মোস্তফা সরোয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সাবেক মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার লতিফ খান।

এনজিও’র বরাত দিয়ে মার্কিন রাজস্ব বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র‌্যাবের বিরুদ্ধে ২০০৯ সাল থেকে ছয় শতাধিক গুম, ২০১৮ সাল থেকে প্রায় ছয় শতাধিক বিচার বহির্ভূত হত্যা এবং নির্যাতনের অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team