সাংবাদিক সম্মেলন এ এসে হঠাৎ কোকাকোলার বোতল সরিয়ে রাখেন পর্তুগাল এর সুপারষ্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর সেই ধাক্কায় একবারে শেয়ায় মার্কেট এ দরপতন কোকাকোলার। ক্ষতির পরিমান নেহাতই কম নয় প্রায় ৩০ হাজার কোটি টাকা।
মুলতো ঠান্ডা পানিয় কম পান করতে এবং বেশি বেশি পানি পান করতে উৎসাহিত করার জন্য এই কাজ করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাতেই বেধে যায় হই চই, হু হু করে দাম পড়তে থাকে কোকা কোলার শেয়ার বাজারএ। কোকাকোলার শেয়ার এর দর বিশ্ব বাজারে কমল ১.৬ শতাংশ।
হাঙ্গেরি ম্যাচ শুরুর আগে সাংবাদিক সম্মেলনে কথা বলতে এসে ঠান্ডা পানীয়ের দুটো বোতল ( কোকা-কোলা) সরিয়ে পানির বোতল তুলে ধরেছিলেন রোনাল্ডো। বুঝাতে চেয়েছিলেন পানি খাওয়ার, তাতেই এত্ত বিপত্তি !
হাঙ্গেরির সাথে ম্যাচে দারুন ভাবে দুটি গোল করে পর্তুগালকে বিজয় এনে দেন এই খেলয়াড়। ম্যাচ শেষে ৩-০ গোলে হাঙ্গেরির সাথে জয় নিয়ে মাঠ ছাড়েন রোনাল্ডো।