1. admin@khoborakhobor.com : খবরাখবর :
১২ নভেম্বর মুক্তি পাচ্ছে 'রেহানা মরিয়ম নূর ' - খবরাখবর
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:০৩ পূর্বাহ্ন

১২ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর ‘

  • Update Time : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
১২ নভেম্বর মুক্তি পাচ্ছে 'রেহানা মরিয়ম নূর '
১২ নভেম্বর মুক্তি পাচ্ছে 'রেহানা মরিয়ম নূর '

১২ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর ‘। ৭৪তম কান চলচ্চিত্র উৎসব ঘুরে আসা ছবিটি এবার বাংলাদেশের হলে মুক্তি পাচ্ছে। নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদের আলোচিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’, যা নিয়ে সর্বশেষ বাংলাদেশের সর্বোচ্চ পাবলিক পরীক্ষা বিসিএস এর প্রশ্নপত্র হয়েছে।

সিনেমার নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু জানান, ১২ নভেম্বরে দেশের সিনেমা হলে সিনেমাটি মুক্তি দেওয়া হবে। তবে কতটি হলে সিনেমাটি মুক্তি পাবে-তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানান বাবু।

চলতি বছরের জুলাইয়ে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের প্রথম কোনো বাংলাদেশি সিনেমা হিসেবে অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছিল ‘রেহানা মরিয়ম নূর’; উৎসবে প্রদর্শনের পর বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও আলোচিত হয়েছে।

কানের পর আগামী বছরের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অস্কারের ৯৪তম আসরের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশী ভাষা প্রতিযোগিতা) বিভাগে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবে এ সিনেমা। ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।

রেহানা মরিয়ম নূর নামে মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপকের জীবন সংগ্রামের গল্পে নির্মিত এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

অভিনয় করেছেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ন, ইয়াছির আল হক, সাবেরী আলমসহ আরও অনেকে।

কানে প্রদর্শনের পর ভ্যারাইটি, হলিউড রিপোর্টার, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, স্ক্রিন ডেইলিসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে এসেছে ‘রেহানা মরিয়ম নূর’; প্রকাশিত রিভিউয়ে নির্মাণ, গল্প ও অভিনয় প্রশংসিত হয়েছে।

সিনেমাটি দেখে বলিউডের নির্মাতা অনুরাগ কাশ্যপ একে ভারতীয় উপ মহাদেশের ‘শক্তিশালী চলচ্চিত্র’ হিসেবে বর্ণনা করেছেন। নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের জানিয়েছেন শুভকামনা।

পোটোকল ও মেট্রো ভিডিওর ব্যানারে এ সিনেমার প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমী চুয়া, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু ও সহ-প্রযোজনা করেছেন রাজীব মহাজন, আদনান হাবিব, সাঈদুল হক খন্দকার।

এ চলচ্চিত্রের সিনেমাটোগ্রাফার তুহিন তমিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জল ও সাউন্ড ডিজাইনার শৈব তালুকদার। ছবিটি সহ-প্রযোজনা করেছে সেন্সমেকারস প্রডাকশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team