খবরাখবরঃ লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা সোনার দাম বৃদ্ধিতে এবার রেকর্ড ভাঙছে। সোমবার (২৭ জুলাই) সকালেই বিশ্ববাজারে প্রতি আউন্স (এক আউন্স সমানে ২৮.৩৫ গ্রাম) স্বর্ণের দাম উঠে ১৯৪৪ ডলার। এর আগে ২০১১ সালে প্রতি আউন্স স্বর্ণের দাম উঠেছিল ১৯২১ ডলারে। অর্থাৎ সে সময়ের চেয়ে ২৪ ডলার বেড়ে দামের নতুন রেকর্ড গড়ল মূল্যবান এই ধাতু। চলতি বছরেরই এই দাম বৃদ্ধি হয়েছে ২৭ শতাংশ।
একদিকে করোনাকালে সামাজিক অনুষ্ঠান একেবারে নেই, তারউপর দফায় দফায় সোনার দাম বৃদ্ধির ফলে জুয়েলারি দোকানে কোন কাজ নেই। ফলে এ কাজের সাথে জড়িত স্বর্গের কারিগররা কাজ হারিয়ে মানবেতর জীবনযাপন করছে।
সোনার পাশাপাশি দামের ঊর্ধমুখী প্রবণতায় আছে রূপাও। সোমবার ২৪ ডলার পার করে প্রতি আউন্স রূপার দাম। যা গেল ৭ বছরের মধ্যে সর্বোচ্চ। সোনার বাজারের ঊর্ধমুখিতা নিয়ে অস্ট্রেলিয়া ভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান এক্সি করপোরেশনের প্রধান বিশ্ববাজার কৌশলবিদ স্টিফেন ইনস তার এক গবেষণা পত্রে বলেছেন, বিশ্বব্যাপী নিরাপদ বিনিয়োগ হিসেবে ব্যক্তি বা প্রাতিষ্ঠানিকভাবে স্বর্ণে বিনিয়োগকে বেছে নিচ্ছেন ব্যবসায়ীরা। সুইস মাল্টিন্যাশনাল ইনভেস্টমেন্ট ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কোম্পানির বিশ্লেষণ এই বছরে প্রতি আউন্স স্বর্ণের দাম ঠেকবে ২ হাজার ডলারে। আর এর পেছনে বড় ভূমিকা রাখবে ডলারের দর পতন আর চীন-মার্কিন টানাপোড়েন।
আন্তর্জাতিক বাজার বিশ্লেষণে দেখা যায়, ২০১৭ সালে (প্রতি আউন্সের দাম বাড়ে ১৩.৬%) বাজারে দাপট ধরে রাখলেও ২০১৮ সালে (প্রতি আউন্সের দাম কমে ২.১ শতাংশ) এসে কদর হারায় সোনা। তবে ২০১৯ সাল থেকে বাজারে লাগাতার দাপট দেখাচ্ছে আভিজাত্যের প্রতীক সোনা। রোববার (২৬ জুলাই) বিশ্ববাজারে প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে ৬১ ডলারের বেশি দরে অর্থাৎ এদিন বিশ্ববাজারে প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয় ৭১৩ ডলার বা ৬০ হাজার ৬শ’ টাকায়। এই দাম আগের দিনের চেয়ে সাড়ে পাঁচ ডলার বা প্রায় ৩৬৭ টাকা বেশি। এক মাসের ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ৭.৭৮ শতাংশ আর টাকার হিসাবে ১১ হাজার ৬৬৩ টাকা। অর্থাৎ একমাসের ব্যবধানে প্রতি ভরি সোনার দাম বেড়েছে ৫ হাজার ৩৬০ টাকা। আর ৬ মাসের ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ২০.৬১ শতাংশ; টাকার হিসাবে ভরিতে বেড়েছে ১২ হাজার ৬৯৭ টাকা। এক বছরের ব্যবধানে প্রতি আউন্সের দাম বৃদ্ধি পেয়েছে ৩৩.৬৭ শতাংশ বা ভরিতে ১৮ হাজার ৭১৩ টাকা। বছরভিত্তিক দাম বৃদ্ধির প্রবণতায় দেখা যায় বিশ্ববাজারে ২০১৯ সালে মূল্যবান এই ধাতুটির দাম বাড়ে এর আগের বছরের তুলনায় ১৮.৯ শতাংশ। আর গত বছরের তুলনায় চলতির এই ৭ মাসে দাম বেড়েছে ২৫ শতাংশের বেশি।
জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সারা দেশে সোনার নতুন দর কার্যকর হবে।
এবার ২২ ক্যারেট সোনার দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে দিয়েছে জুয়েলার্স সমিতি।
শুক্রবার থেকে এই মানের প্রতি ভরি সোনা ৭২ হাজার ৭৮৩ টাকায় বিক্রি হবে। বৃহস্পতিবার পর্যন্ত তা ৬৯ হাজার ৮৬৭ টাকায় বিক্রি হচ্ছিল। তাতে ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার অলংকার কিনতে লাগবে ৭২ হাজার ৭৮৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৬৯ হাজার ৬৩৪ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৮৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে ৫০ হাজার ৫৬০ টাকায়।
বৃহস্পতিবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৬৯ হাজার ৮৬৭ টাকা, ২১ ক্যারেট ৬৬ হাজার ৭১৮ টাকা, ১৮ ক্যারেট ৫৭ হাজার ৯৭০ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয়েছে ৪৭ হাজার ৯৭০ টাকায়।
এই অবস্থায় আকাশচুম্বি সোনার দামে ক্রেতা হারাচ্ছে জুয়েলারি ব্যবসায়ীরা। এদিকে সোনার ব্যবসায়ীদের কোন প্রণোদনা না থাকায় কর্মচারীদের বেতন দিতে পারছে না।যার কারণে এই কাজের সাথে জড়িত লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে।