রাশিয়ার আগ্রাশন থামানোর জন্য চীনকে অনুরোধ করেছে ইউক্রেন। মঙ্গলবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে এক ফোনালাপে এমন আহ্বান জানান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদন এ জানান হয়, চীনের সাথে রাশিয়ার যে সু-সম্পর্ক আছে সেটি ব্যবহার করে রাশিয়া যেন ইউক্রেন এর উপর আগ্রাশন বন্ধের চেস্টা করে, এই অনুরোধ জানান হয় ইউক্রেন এর পক্ষ হতে।
চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ আলোচনার মাধ্যমে সংকট উত্তোরণের চেস্টায় সর্বাত্মক সহায়তা দিতে প্রস্তুত আছে।
অন্যদিকে ইউক্রেন এর বিরুদ্ধে পারমাণবিক শক্তি অর্জনের চেষ্টার অভিযোগ রাশিয়ার। মঙ্গলবার জেনেভায় অনুষ্ঠিত নিরস্ত্রীকরণ বিষয়ক সম্মেলনে যুক্ত হয়ে এমন অভিযোগ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, ইউক্রেন পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে। যেটা রাশিয়া সত্যিকারের বিপদ বলে মনে করছে এবং প্রতিক্রিয়া দেখানো উচিত বলে মনে করছে রাশিয়া।