1. admin@khoborakhobor.com : খবরাখবর :
রাজারহাটে কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলার উদ্বোধন - খবরাখবর
শনিবার, ১৮ মার্চ ২০২৩, ০৮:৫০ পূর্বাহ্ন

রাজারহাটে কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলার উদ্বোধন

  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
রাজারহাটে কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলার উদ্বোধন
রাজারহাটে কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলার উদ্বোধন

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় আজ(১৪ জুন) দুপর ১২ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে ৩দিন ব্যাপি কৃষি মেলা উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।

রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্পের আওতায় রাজারহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন- বর্তমান সরকার কৃষি নির্ভর ও কৃষকদের অত্মনির্ভশীল করার লক্ষ্যে তৃণমুল পর্যায়ে কাজ করছে। কৃষকরা যাতে অধিক ফলন ফলাতে পারে এবং কৃষকদের উৎপাদন মুখি করার লক্ষ্যে মানসম্পন্ন বীজ, সার, কীটনাশক ও আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, সেচ সুবিধার ব্যবস্থাসহ সার্বিক বিষয়গুলো সম্পর্কে সচেতন করার লক্ষ বাস্তবায়নে রাজারহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করছে।

দিন ব্যাপি অনুষ্ঠানে রাজারহাট কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সম্পা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি উপজেলা চেয়ারম্যান রাজারহাট, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরে তাসনিম উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজারহাট, আব্দুস সালাম চাষী সদস্য জেলা আওয়ামীলীগ কুড়িগ্রাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম সাবু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা বেগম সহ রাজারহাট উপজেলার উপকারভোগী কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team