1. admin@khoborakhobor.com : খবরাখবর :
রাজশাহীতে ২৪ ঘন্টায় করোনা পরিস্থিতির অবনতি, শনাক্তের হার বেড়ে ৫৩.৬৭, মৃত্যু ১৩ - খবরাখবর
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১:১১ পূর্বাহ্ন

রাজশাহীতে ২৪ ঘন্টায় করোনা পরিস্থিতির অবনতি, শনাক্তের হার বেড়ে ৫৩.৬৭, মৃত্যু ১৩

  • Update Time : রবিবার, ১৩ জুন, ২০২১
corona Update

গত 24 ঘন্টায় রাজশাহীর করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। বেড়েছে সনাক্ত ও মৃত্যু হার দুটাই। গত 24 ঘন্টায় সনাক্তের হার বেড়ে দাড়িয়েছে ৫৩.৬৭ শতাংশ ।

আজ রবিবার রাজশাহী মেডিকেল কলেজ সূত্রে এ তথ্য পাওয়া গেছে। তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় 341 জনের পরিক্ষায় সনাক্ত হয়েছেন 183 জন। পরিক্ষা বিবেচনায় সনাক্তের হার  ৫৩.৬৭ শতাংশ ।

গত কাল এই সনাক্তের হার ছিল ৩৮ দশমিক ৩৪ শতাংশ। গত এক সপ্তাহ জুড়ে এই আক্রান্তের হার চল্লিশ শতাংশ এর ছিল যা আজ হঠাৎ বৃদ্ধি পেয়েছে।

গত 24 ঘন্টায় মারা গেছেন ১৩ জন রোগী যার মধ্যে ছয় জন করোনা পজিটিভ ছিলেন, এবং উপসর্গ নিয়ে মারা গেছেন সাত জন রোগী।

রাজশাহীতে চলা কঠোর লকডাউন এর মধ্যেও করোনা পরিস্থিতির উন্নতি না হয়ে অবনতি হওয়ার চিকিৎসক সহ সচেতন মহলরা উদ্ববেগ প্রকাশ করেছেন।

আইন শৃঙ্খলা বাহিনী সহ ভ্রাম্যমান আদালত এর কঠোর নজরদারিতে চলছে লকডাউন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team