গত 24 ঘন্টায় রাজশাহীর করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। বেড়েছে সনাক্ত ও মৃত্যু হার দুটাই। গত 24 ঘন্টায় সনাক্তের হার বেড়ে দাড়িয়েছে ৫৩.৬৭ শতাংশ ।
আজ রবিবার রাজশাহী মেডিকেল কলেজ সূত্রে এ তথ্য পাওয়া গেছে। তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় 341 জনের পরিক্ষায় সনাক্ত হয়েছেন 183 জন। পরিক্ষা বিবেচনায় সনাক্তের হার ৫৩.৬৭ শতাংশ ।