খবরাখবর নিউজঃ যশোর সদরের সাড়াপোল বাজার মধ্যরাতে আগুন লেগে পুড়ে গেছে প্রায় ৩৫ লক্ষ টাকার মালামালসহ ৮ টি দোকান। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত ২.৩০ মিনিটের দিকে একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে।
ঘটনার বিবরণে প্রত্যক্ষদর্শী মফিজুর রহমান বিপুল জানায়, গভীর রাতে বাজারের একজন নাইট গার্ড শাহিন এর মিষ্টির দোকানের ভিতর থেকে আগুনের ধোঁয়া আসতে দেখে চিৎকার করে সহকর্মীদের ডাকে। এরপর তাদের হাঁক ডাকে হোটেলের ভিতরে ঘুমিয়ে থাকা দুইজন কর্মচারী জেগে উঠলে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
পরে যশোর ফায়ার সার্ভিসের ও মনিরামপুর এর ফায়ার সার্ভিসের অফিসে ফোন করা হলে তা ঘটনাস্থলে আসতে আসতে ৮ টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ৩.২০ এর দিকে উপস্থিত হয়ে আস্তে আস্তে আগুন নিয়ন্ত্রণে আনে।
ধারনা করা হচ্ছে হোটেল গ্যাস সিলিন্ডার এর গ্যাস থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আটটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। অতি দ্রুত আগুন ছড়িয়ে পড়াই দোকানের মালামাল বের করা সম্ভব হয়নি।
অনুমান করা হচ্ছে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আগুনের লেলিহান শিখা। সোহাগ ইলেকট্রিক এর মালিক আনিসুজ্জামান সোহাগ কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘হাওলাদ করে দোকান শুরু করেছিলাম, এখন নিঃস্ব হয়ে গেলাম।