খবরাখবর ডেস্কঃ যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের পালিয়ে যাওয়া ৮ বন্দির মধ্যে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। পলাতকদের পরিবার ও স্থানীয়দের সহায়তায় কর্তৃপক্ষ তাদের কেন্দ্রে ফিরিয়ে এনেছে।
পলাতক ৮ জনের মধ্যে উদ্ধার হওয়া শিশুরা হলো যশোরের হৃদয় (১৭), ফারদিন দুর্জয় (১৫) ও আব্দুল কাদের (১৪), খুলনার রোহান গাজী (১৪) এবং নড়াইলের মুন্না গাজী (১৫)।
শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক (তত্ত্বাবধায়ক) জাকির হোসেন জানান, পালিয়ে যাওয়া শিশুদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে মঙ্গলবার সকালে নড়াইলের মুন্না গাজী এবং দুপুরে যশোরের আব্দুল কাদেরকে উদ্ধার করা হয়েছে। এর আগে সোমবার রাতে অন্য তিনজনকেও একইভাবে উদ্ধার করা হয়।
উল্লেখ্য গত রোববার গভীর রাতে কেন্দ্রের আবাসিক ভবনের জানালা ভেঙে ৮শিশু বন্দি পালিয়ে যায়। এদের মধ্যে এখনও পলাতক রয়েছে খুলনার সোহাগ শেখ (১৭), গোপালগঞ্জের শাহ আলম (১৮) ও বরিশালের মাইনুর রহমান সাকিব (১৫)। তবে বুধবার সকাল নাগাদ আরও একজনকে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন কেন্দ্রের তত্বাবধায়ক জাকির হোসেন।