খবরাখবর ডেস্কঃ যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পালাতে গিয়ে আহত হয়েছে এক বন্দি শিশু। ভবন থেকে লাফিয়ে পালাতে গিয়ে আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বন্দির নাম নুরুন্নবী (১৪)।
শনিবার সন্ধ্যার দিকে শহরের পুলেরহাট এলাকায় অবস্থিত কেন্দ্রে এই ঘটনা ঘটে। নুরুন্নবী নীলফামারী জেলার আতাউর রহমানের ছেলে। শিশু উন্নয়ন কেন্দ্রের একজন রক্ষী জানান, এক মাস আগে একটি বাইসাইকেল চুরির অভিযোগে পুলিশ তাকে আটক করে। পরে তাকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। শনিবার সন্ধ্যার দিকে প্রতিষ্ঠানের ছাদ দিয়ে লাফিয়ে পালানোর সময় সে পায়ে আঘাত পেয়ে আহত হয়। রাত সাড়ে সাতটার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।