যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ২৪ দিন বয়সের চুরি হয়ে যাওয়া নবজাতককে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। ঘটনায় সম্পৃৃক্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৩ জানুয়ারি) রাত ৯ টার দিকে পিবিআই যশোর জেলা ইউনিট তাদের গ্রেফতার করে। এ ঘটনায় অভিযুক্ত মোসাঃ সালমা খাতুন(২৩) ও তার শ্বশুর মোঃ লুৎফর গাজী(৫৫) কে সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন সোনাবাড়ীয়া গ্রাম হতে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযুক্ত মোসাঃ সালমা খাতুন গত ২০ জানুয়ারী যাদের নতুন বাচ্চা হয়েছে তাদেরকে সরকার থেকে তিন কিস্তিতে ত্রিশ হাজার টাকা অনুদান প্রদান করবে বলে বাগআাঁচড়া অফিসের কথা বলে শিশুসহ মাকে নিয়ে আসে। বাগআঁচড়া পৌছিয়ে আসমা খাতুন সকালের নাস্তা করার অজুহাত দেখিয়ে জান্নাতুল, ছেলে ও জান্নাতুলের পিতাকে খাবার হোটেলে নিয়ে যায়।
এরপর জান্নাতুলের পিতা এক পর্যায়ে প্রয়োজনে হোটেল থেকে বাহিরে যায়। এবং জান্নাতুল নাস্তা করার সময় অভিযুক্ত সালমা খাতুন নবজাতক ছেলেকে কোলে নিয়ে তার পাশে বসে থাকে। জান্নাতুল নাস্তা খাওয়া শেষে বেসিনে হাত ধুতে যায়। তখন অভিযুক্ত সালমা খাতুন ওই নবজাতক তাহসিন (২৪ দিন) কে নিয়ে পালিয়ে যায়।