খবরাখবর ডেস্কঃ যশোর শহরের সিএণ্ডবি সড়ক থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি ওই সড়কের লুবনা কটেজের সামনে ড্রেনের পাশে পড়ে ছিল। তাকে খুন করার পর সেখানে ফেলে রাখা হয় বলে পুলিশের ধারণা। লাশটি শনিবার(২৪ অক্টোবর) সকালে উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিচয়ে জানা যায় তিনি মনিরামপুর উপজেলার কাশিপুর খেদাপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা বজলুর রহমানের ছেলে ইসরাফিল হোসেন ওরফে মন্নাত (৪০)। বর্তমানে যশোর শহরের বকচর বিহারী কলোনী মোস্তফার বাড়ির ভাড়াটিয়া।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মরদেহের মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় লাল গামছা প্যাঁচানো। তার পরনে লুঙ্গি ও লুঙ্গির নিচে ট্রাউজার এবং গায়ে চেক শার্ট আছে। মরদেহের পাশে বাইসাইকেল ও একটি ছাতা পড়েছিল।
পরিবারের সদস্যরা জানান, ইসরাফিল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। কে বা কারা তাকে মেরে ফেলে রেখে গেছে।