খবরাখবর নিউজঃ যশোর জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি কাজী ফরিদুল ইসলাম সংবর্ধিত হলেন। মৈত্রী মানবিক সহায়ক কমিটি, যশোরের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকেলে সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলুর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে ছাত্রমৈত্রী রাজশাহী বিশ্বদ্যিালয়ের সাবেক নেতা, আইনজীবী সমিতির নয়া সভাপতি কাজী ফরিদুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। ফুল দিয়ে শুভেচ্ছা জানায় মৈত্রী মানবিক সহায়ক কমিটি, গণতান্ত্রিক আইনজীবী সমিতি, বিবর্তন যশোর, চারুপীঠ, সুরধুনী, ছাত্রমৈত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতাকর্মী, জাগরণী চক্র ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
সংবর্ধনার জবাবে জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি কাজী ফরিদুল ইসলাম বলেছেন, সমাজবদলের যে স্বপ্ন ছাত্রাবস্থায় দেখেছি, তা এখনো চলমান। আমরা হয়তো দেখে যেতে পারবো না, কিন্তু একদিন কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের রাজ প্রতিষ্ঠা হবে। তিনি বলেন, সবার আগে আমাদের মানুষকে ভালবাসতে হবে।
এই সভায় আলোচনা করেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) যশোর জেলার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা সাধারণ সম্পাদক তসলিম উর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা আমিনুর রহমান হিরু, ছাত্রমৈত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতা শাহিন চৌধুরী, সংবর্ধিত কাজী ফরিদুল ইসলামের সহধর্মিনী অ্যাড. লতিফা ইয়াসমিন, সংগঠনের সদস্য তৌহিদ জামান প্রমুখ।