খবরাখবর ডেস্কঃ যশোর কেন্দ্রীয় কারাগারে থাকা মোশারফ হোসেন (৬০) নামে এক বন্দির মৃত্যু হয়েছে। মোশারফ হোসেন খুলনা জেলার ফুলতলা থানার ঢাকুরিয়া গ্রামের আব্দুল মোল্লার ছেলে। তার কয়েদি নম্বর -৩৫১৬/এ। বৃহস্পতিবার(৩১ ডিসেম্বর)ভোরে তার মৃত্যু হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার এম আব্দুর রশিদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলর তুহিন কান্তি খান বলেন, মোশারফ হোসেন ফুলতলা থানার একটি হত্যা মামলায় (জিআর/৮৯) আসামি। ২০০৭ সালের এপ্রিল মাসের ২৯ তারিখে খুলনা আদালতের জেলা বিজ্ঞ দায়রা জজ তাকে ৩০ বছর সশ্রম কারাদণ্ড দেন। একইসাথে দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছর সশ্রম কারাদণ্ড এবং অন্য একটি ধারায় আরও পাঁচশ’ টাকা জরিমানা, অনাদায়ে ১বছর সশ্রম কারা দণ্ডাদেশ দেন।
তিনি বলেন, মোশারফ হোসেন খুলনা কারাগারে ছিলেন। চলতি বছরের মার্চ মাসের ৮ তারিখে যশোর কেন্দ্রীয় কারাগারে আসেন। জ্বর, সর্দি, কাশিজনিত রোগে অসুস্থ হলে আজ ভোর সোয়া ৪টার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার এম আব্দুর রশীদ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। জ্বর, সর্দি, কাশি ও শাসকষ্টের কারণে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
যশোর কোতোয়ালী থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, হাসপাতালে বন্দি থাকা একজন কয়েদির মৃত্যু হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হবে।