খবরাখবর ডেস্কঃ যশোর আইনজীবী সমিতির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির প্রার্থী কাজী ফরিদুল ইসলাম। সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী শাহানুর রহমান শাহীন।
আজ শনিবার সমিতির ১নং ভবন মিলনায়তনে আটটি বুথে সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
এবারের নির্বাচনে মোট ৪৭৪ ভোটের মধ্যে সভাপতি পদে গণতান্ত্রিক আইনজীবী সমিতির কাজী ফরিদুল ইসলাম পেয়েছেন ১৮৬ ভোট,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের গাজী আব্দুল কাদির পেয়েছেন ১৫৪ ভোট। সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী শাহানুর রহমান শাহীন পেয়েছেন ২৮৪ ভোট,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের প্রার্থী এমএ গফুর পেয়েছেন ১৭০ ভোট।
এদিকে সহ-সভাপতি পদে ২৭৪ ভোট পেয়ে খোন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল, ১৯২ ভোট জিএম আবু মুসা, যুগ্ম সম্পাদক পদে ২৩৮ ভোট পেয়ে আবুল কায়েস, সহকারী সম্পাদক পদে ২৭২ ভোট পেয়ে জাহিদুল ইসলাম সুইট ও ২১২ ভোট পেয়ে নাসির উদ্দিন এবং ২৩৪ ভোট পেয়ে নুরুজ্জামান খান গ্রন্থাগার সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া সদস্য পদে ২৫৯ ভোট পেয়ে রেজাউর রহমান, ২৪৮ ভোট পেয়ে আব্দুল্লাহ আল মাসুদ, ২৪৭ ভোট পেয়ে সেলিম রেজা, ২৪৩ ভোট পেয়ে আরিফ শাহরিয়ার ও ২১০ ভোট পেয়ে নবকুমার কুন্ডু নির্বাচতি হয়েছেন।
এই নির্বাচনে মোট ১৩ টি পদের মধ্যে বিএনপি সমর্থিত প্যানেল জিতেছে ২ টি পদে, গণতান্ত্রিক আইনজীবী সমিতি ১ টি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ জিতেছে ১০ টি পদে।