1. admin@khoborakhobor.com : খবরাখবর :
যশোর আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ইসহক সম্পাদক ছোট - খবরাখবর
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১২:২০ অপরাহ্ন

যশোর আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ইসহক সম্পাদক ছোট

  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
যশোর আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ীরা
যশোর আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ীরা

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক ও আবু মোর্তজা ছোট। সভাপতি পদে মোহাম্মদ ইসহক পেয়েছেন ১৭২ ভোট ও সম্পাদক পদে আবু মোর্তজা ছোট পেয়েছেন ৩২৯ ভোট।

১৩ পদের বিপরীতে তিনটি প্যানেলে ২৮ জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়। সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫শ’৫ জন ভোটারের মধ্যে ৪ শ ৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে মোহাম্মদ ইসহকের নিকটতম প্রতিদন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ইদ্রিস আলী পেয়েছেন ১৬৩ ভোট এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনিত প্রার্থী শরীফ নুর মোঃ আলী রেজা পেয়েছেন ১৫৮ ভোট। সাধারণ সম্পাদক পদে আবু মোর্ত্তজা ছোট এর নিকটতম প্রতিদন্ধী বিএনপি মনোনিত নুরুজ্জামান খান পেয়েছেন ৮৯ ভোট ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনিত প্রার্থী মোস্তাফিজুর রহমান মুকুল পেয়েছেন ৭১ ভোট।

সহ-সভাপতি পদে খন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল ১৯৪ ভোট ও গাজী মোঃ মাহাফুজুর রহমান ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া ১৮৭ ভোট পেয়ে নাছিম আহমেদ,সিরাজুল েইসলাম ১৪৭ ভোট ও আবুল কায়েস ১৩৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

যুগ্ম-সম্পাদক পদে জুলফিকার আলী ২৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ,তার নিকটতম প্রতিদন্ধিইমদাদুল হক পেয়েছেন ১৪৭ ভোট।

সহকারী সম্পাদক পদে ২৬০ ভোট পেয়ে তাহমিদ আকাশ ও ১৮৫ ভোট পেয়ে আব্দুল করিম মন্ডল নির্বাচিত হয়েছেন। এছাড়া গোলাম নবী ১৫০ ,মিতা রহমান ১৪০ ও নব কুমার কুন্ডু ১৩৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

গ্রন্থাগার সম্পাদক পদে মোঃ মুস্তাকিম মোস্তফা খান ২৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধি জাহিদুল ইসলাম সুইট পেয়েছেন ১৮৮ ভোট।

কার্যকরী সদস্য পদে ৪২৪ ভোট পেয়ে বুলবুল হোসেন, ৩১৬ ভোট পেয়ে নুর ইসলাম নুরুল, ২৯৫ ভোট পেয়ে আফরোজা সুলতানা রনি, ২৮০ ভোট পেয়ে যুথিকা ঘোষ ও ২৭৯ ভোট পেয়ে নাসিমা আক্তার রুবি নির্বাচিত হয়েছেন। এছাড়া রফিকুল ইসলাম ২৬০ ভোট ও আকবর হোসেন ১৮৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

এবার বিএনপিপন্থী আইনজীবী প্যানেল থেকে মোট ১৩ পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ গুরুত্বপূর্ণ ৭ পদে নির্বাচিত হয়েছেন। আওয়ামীপন্থী প্যানেল থেকে শুধুমাত্র ১ জন সহ-সভাপতি ও ৫ জন সদস্যসহ মোট ৬ জন নির্বাচিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team