২২ বছর পর সভাপতি-সাধারণ সম্পাদকসহ এবার বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদসহ মহাজোট সর্বাধিক পদে নির্বাচিত হয়েছেন। যদিও ২০০৭ সালে সভাপতি ও সম্পাদক পদে জয় পেয়েছিল বিএনপি।
শুক্রবার সকাল ১০টা থেকে সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে ভোট গ্রহণ শুরু হয়। উৎসবমুখর পরিবেশে জুম্মার নামাজের বিরতি শেষে ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। নির্বাচনে সমিতির ৫শ’ ৯ জন ভোটারের মধ্যে ৪৯৪ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এবার মহাজোট সমর্থিত রেজা-শাহিন পরিষদ ও জাতীয়তাবাদী ঐক্য প্যানেল সমর্থিত ইসহক-নান্নু পরিষদ ১৩ টি পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইসমত হাসার বেসরকারি ফলাফল ঘোষণা করেন। এতে সভাপতি পদে মহাজোটের শরীফ নূর মোহাম্মদ আলী রেজা ২৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের মোহাম্মদ ইসহক পেয়েছেন ২২৬ টি।
সাধারণ সম্পাদক পদে মহাজোট সমর্থিত শাহানুর আলম শাহিন ৩৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের নুরুল ইসলাম সিদ্দিকী চুন্নু পেয়েছেন ১০৭।
এদিকে সহ-সভাপতি পদে জামায়াতে ইসলামীর দুই প্রার্থী ২৫৬ ভোট পেয়ে এমএ লতিফ ও ২২৯ ভোট পেয়ে মনজুর কাদের আশিক নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে ২৪৩ ভোট পেয়ে রেজা-শাহীন পরিষদের পলক কুমার মৈত্র, সহকারী সম্পাদক পদে ৩০১ ভোট পেয়ে বিএনপির জুলফিকার আলী ও ২৪০ ভোট পেয়ে রেজা-শাহীন পরিষদের বশির আহম্মেদ খান এবং ৩৩২ ভোট পেয়ে এসএম নাসির আলম গ্রন্থাগার সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া সদস্য পদে ২৬২ ভোট পেয়ে রেজা-শাহীন পরিষদের তারিক এনাম অনিক, ২৫৯ ভোট পেয়ে বিএনপির সেলিম রেজা, এছাড়া রেজা-শাহীন পরিষদের ২৫১ ভোট পেয়ে উদয়ন বিশ্বাস, ২৪২ ভোট পেয়ে রেজাউর রহমান ও ২২২ ভোট পেয়ে আরিফ শাহরিয়ার নির্বাচতি হয়েছেন।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন শহিদুল ইসলাম, শামছুর রহমান, আজিজুল ইসলাম ও শাহরিয়ার বাবু।