খবরাখবর ডেস্কঃ যশোরে আমিনুর রহমান বিষে (৪৫) নামে এক ঘের ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে যশোর শহরতলির আরবপুর এলাকায় একটি খাবার হোটেলের মধ্যে ঘটনাটি ঘটে। নিহত বিষের বিরুদ্ধে যশোরের বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও মাদক আইনে ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের ভায়রা ভাই নজরুল ইসলাম বলেন, আমিনুর রহমান বিষে পেশায় একজন ঘের ব্যবসায়ী। আরবপুর এলাকার আব্দুল মালেকের ছেলে তিনি। আজ দুপুরে সে আরবপুরে একটি হোটেলে খাবার খাচ্ছিল। ওইসময় ভেকুটিয়া গ্রামের দেলোয়ারের ছেলে সাগরসহ তিন সন্ত্রাসী বিষেকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে প্রচুর রক্ত ক্ষরণের কারণে মৃত্যু হয়।
হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ডাক্তার দিপ্তী চক্রবর্তী জানান, ওই ব্যক্তির বুক, পেটসহ শরীরের বিভিন্নস্থানে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। প্রচুর রক্ত ক্ষরণের কারণে বিকাল ৪ টা ৪৫ মিনিটে তার মৃত্যু ঘটে।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘বিষে নামে একজন ছুরিকাহত হয়ে সদর হাসপাতালে মারা গেছে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানাসহ বিভিন্ন থানায় হত্যাসহ হত্যা, অস্ত্র ও মাদক আইনে ৯টি মামলা রয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটকের জন্য একাধিক পুলিশ টিম কাজ করছে।