খবরাখবর নিউজঃ যশোর বেনাপোল মহাসড়কের আমড়াখালি থেকে ২৪ টি স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটককৃত বাকি বিল্লাহ বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের আব্দুল ওহাবের ছেলে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর)বেলা ২টার সময় ২ কেজি ওজনের ২৪ টি স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। ভারতে পাচারের উদ্দেশ্য ওই স্বর্ণর চালানটি নিয়ে বেনাপোল আসার পথে একটি লোকাল বাস থেকে আমড়াখালী বিজিবি চেকপোষ্টের সদস্যরা আটক করে। ৪৯ বিজিবি আমড়াখালী চেকপোষ্টের সুবেদার শাহিন আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যশোর থেকে বেনাপোলগামী একটি বাস তল্লাশি করে বাকি বিল্লাহকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ২৪ পিস স্বর্ণের বার পাওয়া যায়।