1. admin@khoborakhobor.com : খবরাখবর :
যশোরে ১৩ কোটি টাকার ১৩৫ টি সোনার বারসহ ৬ জন আটক - খবরাখবর
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০১:৩৩ পূর্বাহ্ন

যশোরে ১৩ কোটি টাকার ১৩৫ টি সোনার বারসহ ৬ জন আটক

  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
যশোরে ১৩ কোটি টাকার ১৩৫ টি সোনার বারসহ ৬ জন আটক-khoborakhobor.com
যশোরে ১৩ কোটি টাকার ১৩৫ টি সোনার বারসহ ৬ জন আটক

যশোরে ৩ টি প্রাইভেটকার থেকে তের কোটি টাকা মূল্যের ১৩৫ টি সোনার বারসহ ৬ জনকে আটক করা হয়েছে। আজ বুধবার(১ লা জুন) দুপুর একটার দিকে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর প্রাথমিক স্কুলের সামনে তিনটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করে এই স্বর্ণের বারগুলো উদ্ধার করে বিজিবি ।

উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো ওজন ১৫ কেজি ৮০০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১৩ কোটি টাকা ৫৮ লাখ ৮০ হাজার। আজ বিকেলে যশোরস্থ ৪৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী এক প্রেস সংবাদ সন্মেলনের জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকা থেকে ৩টি প্রাইভেটকারযোগে স্বর্ণের চালান বেনাপোল সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর বিজিবির একটি টিম যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থান নেয়।

দুপুর একটার দিকে ওই তিনটি প্রাইভেটকারের গতিরোধ করে বিজিবি সদস্যরা। এরপর প্রাইভেটকার ৩টি তল্লাশি করে মোট ১৩৫ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া প্রাইভেটকারে চালকসহ ৬ জনকে আটক করা হয়।

বিজিবির অধিনায়ক আরো জানান, স্বর্ণের বারগুলো প্রাইভেট কারের সম্মুখভাগে অভিনব কায়দায় প্রস্তুতকৃত বিশেষ বক্সে বহন করা হচ্ছিল। আটককৃতদের স্বর্ণের বারগুলো সীমান্ত এলাকায় পৌঁছে দিয়ে ডলার নিয়ে ফেরত যাওয়ার পরিকল্পনা ছিল।


আটককৃতরা হলো যশোরের শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে জাহিদুল ইসলাম, পুটখালী গ্রামের আতিউর রহমানের ছেলে নাজমুল হোসেন, চাঁদপুরের উত্তর মতলব থানার ঢাকুরিয়া গ্রামের রশিদ মিয়াজীর ছেলে আরিফ মিয়াজী, কুমিল্লার দাউদকান্দি থানার নৈয়ার গ্রামের সিরাজুল ব্যাপারীর ছেলে শাহাজালাল, মাদারীপুর সদর উপজেলার বলশা গ্রামের কামাল হোসেনের ছেলে আবু হায়াত জনি ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিঝমিঝি পূর্ব পাড়া গ্রামের অলিউল্লাহ ব্যাপারীর ছেলে রবিউল আলম রাব্বি।

উদ্বার হওয়া সোনা যশোরের বেনাপোলের পুটখালীর নাছিরের বলে একটি সুত্র থেকে বলা হচ্ছে। নাছির বেনাপোলের আলোচিত সোনা পাচারকারী দলের মধ্যে অন্যতম বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team